Kashmir: চারিদিকে শুধু ‘মোদী মোদী’ রব, ৩৭০ ধারা বাতিলের পর প্রথম উপত্যকায় পা নমোর

লোকসভা ভোটকে পাখির নজর করে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে দেশের রাজনৈতিক দলগুলি। সেক্ষেত্রে পিছিয়ে নেই বিজেপিও। যদিও প্রচারে একটু আলাদা মাত্রা দিতে আসরে নেমে পড়েছেন…

লোকসভা ভোটকে পাখির নজর করে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে দেশের রাজনৈতিক দলগুলি। সেক্ষেত্রে পিছিয়ে নেই বিজেপিও। যদিও প্রচারে একটু আলাদা মাত্রা দিতে আসরে নেমে পড়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বাংলা, বিহারের পর এবার তাঁর নজরে কাশ্মীর উপত্যকা (Kashmir)।

ইতিমধ্যে শ্রীনগর বিমানবন্দরে নেমে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাবেশস্থল বকশি স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সমাবেশস্থলে পৌঁছবেন প্রধানমন্ত্রী। বকশি স্টেডিয়াম বহুস্তরীয় নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এই জনসভায় ৬৪০০ কোটি টাকার ৫২টি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এদিকে শ্রীনগরে প্রধানমন্ত্রীর সমাবেশকে কেন্দ্র করে বহুস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জনসভাস্থল বকশি স্টেডিয়ামে শোনা যাচ্ছে ‘মোদী-মোদী, হিন্দুস্তান জিন্দাবাদ’-এর প্রতিধ্বনি। প্রধানমন্ত্রী শ্রীনগর সফরের সময় যে রুটগুলি দিয়ে যাবেন সেখানে বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ৩৭০ ধারা বিলোপের পর কাশ্মীরে প্রধানমন্ত্রীর সমাবেশের দিকে নজর রয়েছে সকলের। তা সে সাধারণ নাগরিক হোক বা রাজনৈতিক দল। সমাবেশে দেওয়া বার্তার উপর নজর রাখছে এনসি, পিডিপি, কংগ্রেস-সহ অন্য দলগুলিও। রাজনৈতিক দলগুলি বিশ্বাস করে যে তার সমাবেশ কাশ্মীরের জনগণের হৃদয় ও মনকে প্রভাবিত করতে পারে।