Purba Medinipur: তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি

আবারও অশান্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। এক তৃণমূল নেতাকে গুলি করার অভিযোগ উঠল। অভিযোগের তির বিজেপির দিকে। ইতিমধ্যেই এই ঘটনায় ২ জনকে আটক করেছে…

Purba Medinipur: তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি

আবারও অশান্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। এক তৃণমূল নেতাকে গুলি করার অভিযোগ উঠল। অভিযোগের তির বিজেপির দিকে। ইতিমধ্যেই এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে, এলাকায় বহুদিন ধরে সন্ত্রাস চালানোর ছক কষছে বিজেপি। গুলি করা হয়েছে তপন প্রধান নামের এক ব্যক্তিকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পটাশপুর ২ ব্লকের বড় উদয়পুর

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে, তৃণমূলের বুথ সভাপতি তপন প্রধানকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। কোমরে গুলি লাগে তৃণমূল নেতার। বর্তমানে তিনি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে। কলকাতার এক হাসপাতালে ওই তৃণমূল নেতার চিকিৎসা চলছে। জানা গিয়েছে, এই গুলির আওয়াজে স্থানীয়রা ছুটে এসে দুই দুষ্কৃতীকে ধরে ফেলে। শেষ রক্ষা করতে পারে না দুষ্কৃতীরাও। পালানোর সময় পড়ে গিয়ে মাথায় চোট পায় এক দুষ্কৃতী। তাঁকে হাতের কাছে পেয়ে গণধোলাই দেন স্থানীয় বাসিন্দারা। তাকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধৃতের কাছ থেকে একটি নাইন এম এম পিস্তল ও একটি ওয়ান শটার উদ্ধার করেছে পুলিশ ।

Advertisements

যদিও এই ঘটনার বিষয়ে বিজেপির তরফ থেকে প্রতিক্রিয়া এখনও মেলেনি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।