কলকাতা: বাড়ি ফেরার সময় আচমকা গুলিবিদ্ধ তৃণমূল পঞ্চায়েত সমিতির এক নেতা। শুক্রবার গভীর রাতে কোচবিহার ২ ব্লকের চকচকা এলাকায় ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। আহতের নাম রাজু দে—তিনি কোচবিহার ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তাঁর পিঠে গুলি লেগেছে বলে জানিয়েছে পরিবার। বর্তমানে তিনি কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।
কী বলছে তৃণমূল?
তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শুভঙ্কর দে জানিয়েছেন, “রাত সাড়ে এগারোটা নাগাদ রাজু বাড়ি ফিরছিলেন। তখনই কালো গাড়ি থেকে নেমে কয়েকজন দুষ্কৃতী গুলি চালায়।” জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের সরাসরি অভিযোগ, “এই হামলার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে। এটা নিছক হামলা নয়, রাজনৈতিক ষড়যন্ত্র।”
কী বলছে বিজেপি? TMC Leader Shot Cooch Behar
বিজেপির কোচবিহার জেলা সম্পাদক বিরাজ বসু বলেন, “ঘটনার কথা আমরা জানি না। তৃণমূলের সব কিছুতেই বিজেপিকে দোষারোপ করা অভ্যাস হয়ে গিয়েছে।” বিজেপির বিধায়ক সুকুমার রায়-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
তদন্তে নেমেছে পুলিশ
পুন্ডিবাড়ি থানার পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের খোঁজে অভিযান চলছে। ঘটনার কারণ এবং কারা জড়িত, তা জানার চেষ্টা চলছে। তবে কোচবিহার জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি।
রাজুর অবস্থা কেমন?
চিকিৎসক সূত্রে খবর, গুলিটি পিঠে লাগলেও তা এখনও শরীরের ভেতরে রয়েছে। অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। আপাতত তিনি স্থিতিশীল রয়েছেন। বিরোধীদের দাবি, এই ঘটনা প্রমাণ করে কোচবিহারে আইনশৃঙ্খলার কী অবস্থা। শাসক শিবিরের দাবি, পরিকল্পিতভাবে তৃণমূল নেতৃত্বকে নিশানা করা হচ্ছে। পুলিশি তদন্ত কোন পথে এগোয়, এখন সেদিকেই নজর জেলার রাজনৈতিক মহলের।