Sheikh Shahjahan: ‘সব মিথ্যে, বিচার হবে’, মুখ খুললেন শাহজাহান

"CBI Lodges FIR Against Shahjahan Sheikh in 2019 BJP Workers' Murder Case"

এখন সিবিআই হেফাজতে সন্দেশখালির ত্রাস’ হিসেবে কুখ্যাত শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। এদিকে আজ শুক্রবার সিবিআইয়ের দল শেখ শাহজাহানকে ডাক্তারি পরীক্ষার জন্য কলকাতার ইএসআই হাসপাতালে নিয়ে আসে। আর সেখান থেকেই অবশেষে বড় দাবি করলেন শেখ শাহজাহান, যা শুনে চমকে গিয়েছেন সকলে।

Advertisements

অবৈধভাবে জমি হরপ করা, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার সহ একাধিক অভিযোগ রয়েছে তৃণমূল নেতা শাহজাহানের বিরুদ্ধে। যদিও সব অভিযোগ অস্বীকার করলেন ‘সন্দেশখালির বাঘ’। তিনি জানালেন, ‘সব মিথ্যে অভিযোগ। একদিন বিচার হবে, প্রমাণ হবে।’

   

সন্দেশখালিকাণ্ডে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। সন্দেশখালির ঘটনা লোকসভা নির্বাচনের আগে তৃণমূল ও বিজেপির মধ্যে বড় ধরনের রাজনৈতিক ইস্যু তৈরি করেছে। কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপিকে আক্রমণ করছেন।

Advertisements

পশ্চিমবঙ্গের সন্দেশখালি গ্রামে মহিলাদের যৌন হয়রানি ও জমি দখলের ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে গত সপ্তাহের শেষের দিকে পুলিশ গ্রেপ্তার করেছে। ইডি কর্মকর্তাদের ওপর হামলা চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বুধবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ এলাকা থেকে শাহজাহানকে গ্রেফতার করে পুলিশ।