ইছাপুরে খুন TMC নেতা, আটক অর্জুন ঘনিষ্ঠ

ইছাপুরে মৃত্যু হয়েছে এক তৃণমূল (TMC) নেতার। মাথায় আঘাত করে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শনিবার রাত। কে বা কারা এই ঘটনা…

BJP

ইছাপুরে মৃত্যু হয়েছে এক তৃণমূল (TMC) নেতার। মাথায় আঘাত করে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে শনিবার রাত। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে এখনও কিছু জানা জায়নি।

উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল নেতৃত্বর পক্ষ থেকে অভিযোগ, বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতিরা খুনের সঙ্গে জড়িত। যদিও বিজেপি এ অভিযোগ অস্বীকার করেছে। ইতিমধ্যে তদন্তে নেমেছে পুলিশ। আটক করা হয়েছে একজনকে।

   

সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যমে প্রকাশ, ইছাপুর বাবজি কলোনি এলাকায় শনিবার রাতে নোয়াপাড়া শহর তৃণমূলের প্রাক্তন সভাপতি গোপাল মজুমদার (৫৮)-এর উপর হামলা করে দুষ্কৃতীরা। মাথায় পাওয়া গিয়েছে অভিযোগের চিন্হ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর গোপালকে গুলি করে দুষ্কৃতীরা। তদন্তে নেমে একজনকে আটক করেছে পুলিশ। অর্জুন সিং -এর ঘনিষ্ঠ বলে পরিচিত বিজয় মুখোপাধ্যায় নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, শনিবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে খুন করা হয়েছে গোপালকে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, রাতের দিকে বাড়ি ফিরছিলেন তিনি। তখনই পথে বাধা দেয় কয়েকজন দুষ্কৃতী। গুলি চালানোর শব্দও পেয়েছেন কেউ কেউ।