শনিবার বোমা ফাটানোর হুঁশিয়ারি শুভেন্দুর। রবিবার নাম না করে পালটা অভিযোগ মমতার (Mamata Banerjee)। অভিষেক ও নিজের জীবন সংশয়ে ষড়যন্ত্র বলে দাবি তৃণমূলনেত্রীর।
শনিবার মালদার রতুয়ায় প্রচারে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে হুঁশিয়ারি। বলেন, ‘আপনারা দেখবেন। আমি বলব না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে। নিশ্চিন্ত থাকুন। তৃণমূল কূল কিনারা পাবে না। সেই ব্যবস্থার দিকে যাচ্ছে। অপেক্ষা করতে থাকুন।’
এ নিয়ে রবিবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘গদ্দার এখন বলছেন বোমা ফাটাব। আমি বলে আগে একটা কালিপটকা ফাটা। বোমা তো তোদের বিরুদ্ধে আমরা ফাটাব। ডাকা বাঁচাতে তৃণমূলের সব খেয়ে দেয়ে এখন বিজেপিতে গেছিস। কার বিরুদ্ধে বোমা বানাবি। সাজিয়েগুছিয়ে বোমা। বোমা ফাটালে জবাব হবে কালিপটকা দিয়ে। কারণ গুরুত্ব তোমাদের আমরা দিই না।’
রবিবারের সভা থেকে নিজের প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করেন মমতা। একি সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও সংশয়ের সুর শোনা গিয়েছে তাঁর গলায়। তিনি বলেছেন, ‘এই যে বোমাটোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট অভিষেকও টার্গেট। অভিষেকও টার্গেট। এত ডেঞ্জারাস এরা। এগুলি হচ্ছে চক্রান্ত। এটা ভেঙে দেবই আমরা।’