অভিযোগ থাকলে “দিদিকে বলো”-তে ফোন করুক, শুভেন্দুকে আক্রমণ কুণালের

ফের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikary) নজিরবিহীন ভাষায় কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। সম্প্রতি তৃণমূল দলীয় কর্মসূচিতে পূর্ব মেদিনীপুরে এসে অধিকারী…

ফের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikary) নজিরবিহীন ভাষায় কটাক্ষ করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। সম্প্রতি তৃণমূল দলীয় কর্মসূচিতে পূর্ব মেদিনীপুরে এসে অধিকারী পরিবারের সদস্য সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ। এরপর সৌমেন্দু অধিকারী কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা করে ছিলেন, সেই মানহানির মামলার হাজিরা দিতে কাঁথি আদালতে উপস্থিত হন তৃণমূল নেতা।

জানা গিয়েছে ইতিমধ্যেই এই মামলায় জামিনে মুক্ত হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরিপেক্ষিতে কটাক্ষ ছুঁড়ে দিলেন কুণাল ঘোষ। আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে দিদিকে বল নাম্বার রয়েছে সেখানে ফোন করে যাতে অভিযোগ করা হয়। প্রসঙ্গত পৌর নির্বাচনে দলীয় প্রচারে একাধিক জায়গায় প্রচারকার্য চালাচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই প্রচারকার্য থেকে কুণাল ঘোষের একাধিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে কটাক্ষ ছুঁড়ে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তার পরিপ্রেক্ষিতে কুনাল ঘোষ বলেন এই কথা বলেন কুণাল।