Siliguri: বিজেপি বাড়াবাড়ি করলে হাত পা ভেঙে দেব বললেন গৌতম দেব

প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ির মেয়র গৌতম দেবের হুঁশিয়ারি বিজেপি বেশি বাড়াবাড়ি করলে হাত পা ভেঙে দেব। হেভিওয়েট তৃ়ণমূল নেতার এমন হুমকিতে রাজনৈতিক মহল সরগরম। গৌতম…

প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ির মেয়র গৌতম দেবের হুঁশিয়ারি বিজেপি বেশি বাড়াবাড়ি করলে হাত পা ভেঙে দেব। হেভিওয়েট তৃ়ণমূল নেতার এমন হুমকিতে রাজনৈতিক মহল সরগরম। গৌতম দেবের হুমকি এসেছে তিন রাজ্যে বিজেপির জয়ের পর। কেন তিনি এমন বললেন? জানা যাচ্ছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বিজেপি। তার প্রেক্ষিতে গৌতম দেবের হুমকি।

রবিবার চার রাজ্যের বিধানসভা ভোট ফলাফল ঘোষণার মাঝে মেয়র গৌতম দেব কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম পরিদর্শনে আসেন। সেখানেই তিনি বিজেপির বিক্ষোভ কর্মসূচির সমালোচনা করে হুমকি দেন বলে অ়ভিযোগ। গৌতম দেব বলছেন, বিজেপির অধিকার আছে বিক্ষোভ দেখানোর। সেটাকে কীভাবে মোকাবিলা করতে হয় তাও আমার জানা আছে। হাতে চুড়ি পরে বসে নেই। বিজেপি বেশি বাড়াবাড়ি করলে হাত-পা ভেঙে দেব।

পরে সংবাদ মাধ্যমে গৌতম দেব তাঁর বক্তব্যের সাপেক্ষে যুক্তি দিয়ে বলেছেন হাত-পা ভেঙে দেওয়া মানে তার কোন ফিজিক্যালি নয়, বিজেপিকে প্রতিকী হিসাবে এই শব্দ ব্যবহার করেছে। আমি সাধারণত খুবই শান্ত ভদ্র ব্যবহার করি এবং সেই পরিবার থেকে আমি এসেছি কিন্তু বিজেপি আমাদের বাধ্য করছে, পরীক্ষা দিতে হচ্ছে।

তিন রাজ্যে বিজেপির জয়ের প্রেক্ষিতে গৌতম দেব বলছেন দুই থেকে এই জায়গায় এসেছে ২ তে পৌঁছাতেও বেশি সময় লাগবে না। অহংকার মানুষের পতন ডেকে আনে।