Anubrata Mondal: গরু পাচারকাণ্ডে ফের কেষ্টকে তলব সিবিআইয়ের

Anubrata Mandal

ফের একবার গরু পাচারকাণ্ডে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) তলব করল সিবিআই।

Advertisements
anubrata Mandal
File Picture

সিবিআই সূত্রে খবর, সোমবার সকাল ১১টার মধ্যে কেষ্টকে নিজাম প্যালেসে হাজিরা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের বাড়ি থেকে একাধিক তথ্য মিলেছে। আর তাঁদের বাড়ি থেকে পাওয়া তথ্য সূত্রের ভিত্তিতে তাঁকে তলব করা হয়েছে। প্রশ্ন উঠছে নির্দিষ্ট সময়ে কেষ্ট হাজিরা দেবেন কিনা। নাকি ফের একবার শারীরিক অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে যাবেন কেষ্ট?

এর আগে একাধিকবার অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। কিন্তু একাধিকবার অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গেছেন। সর্বশেষ নিজেই হাজিরা দেন।তারপর চলে যান বোলপুরে।

Iron Man Anubrata Mondal will go to CBI cave again in cattle smuggling case

Advertisements

আসন্ন পঞ্চায়েত ভোটে জেলার দায়িত্ব তাঁর ওপরেই শঁপে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে সিবিআইয়ের তলবে অস্বস্তি বেড়েছে কেষ্টর। তার দেহরক্ষী সায়গল হোসেন ধৃত। সিবিআই তাকে জেরা করে গরু পাচার মামলায় বিপুল সম্পত্তির হদিস পেয়েছে।

 

গত জুন মাসে গরু পাচারের তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের ব্যক্তিগত দেহরক্ষী সায়গল হুসেনকে গ্রেফতার করে সিবিআই। হুসেন তার অপ্রদর্শিত সম্পদ সম্পর্কে কোনও সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি। সায়গল বলেছিলেন যে তিনি প্রতি মাসে একটি নির্দিষ্ট বেতন পান। এর আগেও সিবিআই আধিকারিকরা হুসেনকে এই কেলেঙ্কারির বিষয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন। সংস্থাটি ১ লা জুন মুর্শিদাবাদ এবং বীরভূমে হুসেনের বাড়িতে অভিযান চালিয়েছিল। তৃণমূলের বীরভূম সভাপতিও এই মামলায় দুবার সিবিআই-এর সামনে হাজির হয়েছিলেন।