সাড়ে ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স ছাড়লেন অনুব্রত

বৃহস্পতিবার ভোট-পরবর্তী হিংসা মামলায় সকাল ১১ টা ৪০ নাগাদ সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সের দফতরে উপস্থিত হন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সাড়ে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদের…

সাড়ে ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স ছাড়লেন অনুব্রত

বৃহস্পতিবার ভোট-পরবর্তী হিংসা মামলায় সকাল ১১ টা ৪০ নাগাদ সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সের দফতরে উপস্থিত হন বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সাড়ে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান তিনি। মাঝে একটিও বাক্যব্যয় করেননি তিনি।

সিবিআই সূত্রে খবর, গত বছর মে মাসে নির্বাচনের ফল ঘোষণার পর খুন হন বীরভূমের ইলামবাজারের বিজেপি কর্মী গৌরব সরকার৷ সেই ঘটনাতেই অভিযোগ ওঠে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে৷ একাধিক সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে পারে বিজেপি কর্মীকে খুনের নির্দেশ দিয়েছিলেন অনুব্রত৷ তাই সেই মামলায় আজ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। অনুব্রতর বয়ান খতিয়ে দেখে আগামী দিনে তাঁকে তলব করা হতে পারে।

উল্লেখ্য, এর আগে চার বার ভোট পরবর্তী হিংসার মামলায় অনুব্রতকে তলব করে সিবিআই। বারবার হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বীরভূম থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। এদিন নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যান অনুব্রত মণ্ডল।

Advertisements

এর আগে এই মামলায় রক্ষাকবচ পেয়েছেন তিনি। অর্থাৎ জিজ্ঞাসাবাদ পর্বে এখনই অনুব্রতকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। আগামীকাল এসএসকেএম হাসপাতালে রুটিন চেক আপ রয়েছে অনুব্রতর। এখন চিনার পার্কের বাড়িতে রয়েছেন তিনি৷