অবশেষে টানা নাটকের যবনিকা পতন ঘটল। টানা ৫৫ দিন ধরে নিখোঁজ থাকার পর পুলিশের হাতে গ্রেফতার (Arrest) সন্দেশখালি কাণ্ডের মাস্টারমাইন্ড শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। সন্দেশখালিতে ইডির টিমের ওপর হামলা, মহিলাদের যৌন হেনস্থা ও জমি দখলের অভিযোগে বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার মিনাখাঁ এলাকা থেকে তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশ।
জানা গিয়েছে, আজ দুপুর ১২টায় তাঁকে বসিরহাট আদালতে তোলা হবে। মিনাখাঁর এসডিপিও আমিনুল ইসলাম খান এ তথ্য দিয়েছেন। উল্লেখ্য, সন্দেশখালি (Sandeshkhali)-তে শাহজাহান শেখের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ চলছে বিগত কয়েকদিন ধরে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন মহিলারা। শাহজাহানের বিরুদ্ধে জোর করে জমি দখল ও যৌন হেনস্থার অভিযোগ এনেছেন স্থানীয় মহিলারা। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শাহজাহানকে সন্দেশখালি মামলায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়ার তিন দিন পর তাকে গ্রেফতার করা হল। প্রধান বিচারপতি এ মামলায় নোটিশের নির্দেশ দিয়ে বলেন, তাকে গ্রেফতার না করার কোনো কারণ নেই। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি জমি দখল মামলায় শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠদের বাড়ি-সহ বাংলার প্রায় হাফ ডজন জায়গায় তল্লাশি চালিয়েছিল ইডি।