৫ অভিজ্ঞ ক্রিকেটারকে চুক্তির বাইরে রেখেছে BCCI

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) তাদের নতুন বার্ষিক চুক্তির কথা ঘোষণা করেছে। ২০২৩-২৪ সালের জন্য এই চুক্তি জারি করা হয়েছে। অনেক তরুণ মুখ রয়েছে। একই…

bcci

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) তাদের নতুন বার্ষিক চুক্তির কথা ঘোষণা করেছে। ২০২৩-২৪ সালের জন্য এই চুক্তি জারি করা হয়েছে। অনেক তরুণ মুখ রয়েছে। একই সঙ্গে কিছু অভিজ্ঞ খেলোয়াড় এতে জায়গা পাননি। সবচেয়ে বড় দুই নাম ঈশান কিষাণ (Ishan Kishan) এবং শ্রেয়স আইয়ার (Shreyas Iyer), তাঁদের বিসিসিআই চুক্তি (BCCI Central Contract) থেকে বাদ দিয়েছে। এছাড়া এই চুক্তি থেকে বাদ পড়েছেন আরও ৫ অভিজ্ঞ ক্রিকেটার।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩ এর ফাইনালের পর থেকে চেতেশ্বর পূজারা টিম ইন্ডিয়ায় সুযোগ পাননি। পূজারা অবশ্য এরই মধ্যে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন। চলতি রঞ্জি ট্রফিতেও দুরন্ত পারফর্ম করেছিলেন। তবে এখন তাঁকে দল থেকে বাদ দেওয়ার পরে বিসিসিআই কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ দিয়েছে পূজারাকে।

সাবেক সহ-অধিনায়ক ও ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে, যিনি ভারতকে টেস্ট ক্রিকেটে অনেক স্মরণীয় জয় এনে দিয়েছেন, তিনিও এই চুক্তির অংশ নন। গত বছর আইপিএলের পর দলে ফিরেছিলেন রাহানে। তিনি WTC 2023-এর ফাইনালও খেলেছিলেন। তারপরে সহ-অধিনায়ক হিসাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলেন। কিন্তু এরপরই হঠাৎ করেই দল থেকে ছিটকে যান তিনি। এখন তাঁকে চুক্তিতেও রাখা হল না।

ভারতীয় দলের ফাস্ট বোলার উমেশ যাদবও দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়ায় জায়গা করে নেওয়ার জন্য লড়াই করছেন। পূজারা ও রাহানের মতো তিনিও আগের চুক্তিতে ছিলেন। কিন্তু এখন নতুন চুক্তিতে জায়গা পাননি।

২০২২ সালের ডিসেম্বরে টিম ইন্ডিয়ার হয়ে শেষ ম্যাচ খেলা শিখর ধাওয়ানকেও সর্বশেষ চুক্তিতে অন্তর্ভুক্ত করেনি বিসিসিআই। তিনি কোনও ফরম্যাটেই দলের অংশ নন। ভারতীয় দলের আরও এক ফাস্ট বোলার ইশান্ত শর্মাও এই কেন্দ্রীয় চুক্তির অংশ নন।