TMC: আগামী ভোটে দলবদলুরা টিকিট পাবেন না, অভিষেকের ভাষণে তৃণমূলে গেল গেল রব

দলবদলুরা টিকিট পাবেন না! হলদিয়া থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন ভাষণে দলের অভ্যন্তরে শুরু আলোড়ন। আলোড়িত রাজনৈতিক মহল।     রাজনৈতিক মহলে…

short-samachar

দলবদলুরা টিকিট পাবেন না! হলদিয়া থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন ভাষণে দলের অভ্যন্তরে শুরু আলোড়ন। আলোড়িত রাজনৈতিক মহল।

   

রাজনৈতিক মহলে প্রশ্ন, দলবদলু নেতারাই তো তৃণমূলের সম্পদ, তাদের বাদ দিয়ে কাকে ভোটের টিকিট দেবে শাসক দল। সূূত্রের খবর, সাংসদ ও বিধায়ক মিলিয়ে বিজেপি থেকে আরও অন্তত জনা কুড়ি তৃণমূলে যোগ দিতে চলেছেন। তালিকায় হেভিওয়েট অনেকেই। এমন অবস্থায় তৃণমূল কাকে কাকে বাদ দেবে উঠছে এই প্রশ্ন।

পূর্ব মেদিনীপুর জেলা থেকে দলবদলুদের প্রতি বার্তা দিয়েছেন অভিষেক। এদিন হলদিয়ায় তৃণমূল ট্রেড ইউনিয়নের সভা থেকে অভিষেক বলেন, যাঁরা প্রথম থেকে তৃণমূল করে, তাঁরাই টিকিট পাবে। আগামী ভোটে দলবদলুরা টিকিট পাবেন না। মানুষের দাবি নিয়ে নেতারা পথে নামুন।

তিনি বলেন,সকোনও ঠিকাদার আগামী হলদিয়া নির্বাচনে প্রার্থী হবে না। অন্য দল থেকে এই দলে এলে, একজনও টিকিট পাবে না। যাঁরা প্রথম থেকে তৃণমূল করেছেন, তাঁরাই টিকিট পাবেন। রাজ্য জুড়ে সিওডি-তে ২০ শতাংশ করে শ্রমিক প্রতিনিধি লটারির মাধ্যমে জায়গা পাবেন। অন্য দল থেকে যাঁরা এসেছেন, তাঁরা আর ছড়ি ঘোরাতে পারবেন না।

বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার তৃণমূলের শ্রমিক সংগঠনের সভায় উপস্থিত হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, হয় ঠিকাদারি করুন নয় তৃণমূল, দুটো এক সঙ্গে করতে হবে না।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। তাঁকে উদ্দেশ্যে করে অভিষেকের কটাক্ষ, দিল্লির কাছে পূর্ব মেদিনীপুরকে বিক্রি করতে চাইছে। আমরা দরজা খুললে দলটাই উঠে যাবে। আপনারা আমায় তিন মাস দিন। আমি ঠিকাদারি ব্যবস্থা তুলে দেব।