প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। প্রচার চালানো হচ্ছিল নির্দল প্রার্থীর হয়ে প্রচার চালাচ্ছিলেন তৃণমূলের মাদারগোষ্ঠীর লোকেরা। তখন যুবগোষ্ঠীর লোকেরা হামলা চালায়। বাসন্তীর দাগরাবাড়ি এলাকার ঘটনা। বোমা মারার অভিযোগ ওঠে। আহত হন বেশ কিছু নির্দল প্রার্থী। এলাকায় জমায়েত হঠাতে পুলিশ লাঠিচার্জ করে।
দফায় দফায় উত্তপ্ত হচ্ছে বাসন্তী। এই মুহূর্তে পরিস্থিতি থমথমে। শনিবার বাসন্তীর যে এলাকায় গুলি চলে তার ঢিল ছোঁড়া দূরত্বে আজ ফের গোষ্ঠীদ্বন্দ্ব। একাধিক তৃণমূল প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। তারা বাসন্তী হাসপাতালে চিকিৎসাধীন। তৃণমূল যুবগোষ্ঠীর তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বাসন্তী এলাকায় বিশাল পুলিশ বাহিনী এলাকা শান্তিপূর্ণ রাখার জন্য টহল দিচ্ছে।