TMC: তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত প্রাক্তন উপপ্রধান

tmc

ফের গোষ্ঠী সংঘর্ষে তৃণমূল। উত্তর ২৪ পরগনার ঘোলার বিলকান্দায় এক পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান মলিনী মল্লিক তার স্বামী এবং মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে। বর্তমান পঞ্চায়েত সদস্য শর্মিষ্ঠার ঢালির স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তের নাম অভিজিৎ ঢালী। এলাকায় যাতে তারা রাজনীতি করতে না পারে সেই জন্য এই কাজ দাবি প্রাক্তন উপপ্রধানের।

Advertisements

তবে অন্যদিকে শর্মিষ্ঠা ঢালী অভিযোগ করেছেন পারিবারিক বিবাদের জেরে তাদের উপর আক্রমণ করা হয়েছে।

এই বিষয়ে মলিনী মল্লিক বলেন, “সকালবেলা ও প্রতিদিন চায়ের দোকানে চা খেতে যায়। আজও চা খেতে গিয়ে ওখানে বসে আছে, বাইকে করে অভিজিৎ ঢালী এসে ওকে বলছে, তুই কেনও রাজনীতি করছিস তোর কোনও ক্ষমতা নেই আমাদেরই ক্ষমতা। এই বলে গালের মাথা এবং বুকে মেরেছে”।

Advertisements

অন্যদিকে অভিজিৎ ঢালী নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ” দেখুন এখানে যখন মারধরের কথা বলা হচ্ছে তাহলে আমার বাড়ির বউকে যখন ফিজিক্যালি হ্যারেস করা হচ্ছে তখন আমায় গ্রামের লোকজন নিয়ে তাকে উদ্ধার করতে যেতে হচ্ছে। অনেক লোকের মধ্যে যেটা হয় যে ধাক্কাধাক্কি হয় সেটাই হয়েছিল কোন মারধরের ঘটনা ঘটেনি। আসলে ওদের ক্ষোভ হল ওই জমিটা নিয়ে ওরা জোর করে লিখিয়ে নিয়েছিল আমার মা যখন বলেছে জমিটা ফেরত দাও ওর জনপ্রতিনিধি হওয়ার পর। তখন আর ফেরত দেয়নি। ওরা দেবে না বলেই এইসব কথা বলছে”।