তৃণমূলের হুমায়ুন চিঠি পান প্রধানমন্ত্রীর দপ্তরের থেকে, দাবি বিধায়কের

Humayun to Take on Mamata’s Leadership at Brigade Rally
Humayun to Take on Mamata’s Leadership at Brigade Rally

তিনি ভরতপুরের তৃণমূল (TMC) বিধায়ক তবে চিঠি পান বিজেপির (BJP) কর্মসূচির ।বিধানসভার বাইরে এমনই দাবি করলেন ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। গত পাঁচ বছর আগে তিনি বিজেপি ছেড়েছেন কিন্তু এখনো বিজেপির যাবতীয় কর্মসূচির বার্তা তিনি পান। গত দুদিন আগেও প্রধানমন্ত্রী (Prime Minister’s) দপ্তর (office) থেকে দুটি চিঠি (letters) তিনি পেয়েছেন। দিল্লির বিজেপির সদর দপ্তরে কৈলাস বিজয় বর্গীয়র হাত ধরে বিজেপির সদস্যপদ গ্রহণ করেছিলেন হুমায়ুন কবীর। তবে এরপর হুমায়ুনের দলবদল হলেও দিল্লির বিজেপির খাতায়-কলমে তিনি এখনো বিজেপির সদস্য। যে কারণে তার কাছে এই বিজেপির কর্মসূচির বার্তা পৌঁছাচ্ছে।

এই ঘটনায় বিজেপির পরিকাঠামোগত ত্রুটির কথাই তুলে ধরেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন। রাজ্য বিজেপি (BJP) কেউ কড়া ভাষায় আক্রমণ করেন।

   

তৃণমূল (TMC) বিধায়ক এর কাছে বিজেপির কর্মসূচির বার্তা পৌঁছানোর এই ঘটনায় রাজ্য বিজেপির (BJP) তরফ থেকে জানানো হয় ১১ কোটি বিজেপি সদস্যকেই এই বার্তা পাঠানো হয়। তবে দলের অভ্যন্তরীণ কোন বিষয় কোন চিঠি বা বার্তা তার কাছে পৌঁছেনি বলেই রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন