HomeBharatPoliticsঅভিষেক গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা: সুকান্ত

অভিষেক গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা: সুকান্ত

- Advertisement -

বিস্ফোরক দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকাম্ত মজুমদারের। তিনি বলেছেন অভিষেক (Abhishek Banerjee) গ্রেফতার হওয়া শুধু সময়ের অপেক্ষা। এই মন্তব্যের জেরে সরগরম রাজ্য।

তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক নবজোয়ার কর্মসূচি উপলক্ষে পূর্ব বর্ধমান জেলা সফরে আছেন। পঞ্চায়েত ভোটের দলীয় প্রার্থী বাছাই ঘিরে অন্যান্য জেলার মতো পূর্ব বর্ধমানেও ব্যাপক বিশৃঙ্খলা দেখা গিয়েছে তৃণমূলের মধ্যে।

   

আর বিজেপি রাজ্য সভাপতি দলীয় সাংগঠনিক কর্মসূচিতে হুগলি সফরে। হুগলিতে চলছে বিজেপির তিন দিনের সাংগঠনিক বৈঠক।

রবিবার প্রথম দিন সিঙ্গুর যান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তিনি তৃণমূলের নবজোয়ার কর্মসূচিকে কটাক্ষ করে বলেন, ‘তাঁবু খাটিয়ে রাতের বেলায় কাদের সঙ্গে মিটিং করছেন আমরা সব জানি। আমাদের কাছে সব খবর আসছে। কিন্তু ওইভাবে উনি বাঁচাতে পারবেন না।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে সুকাম্ত মজুমদার বলেন, উনি যদি ভেবে থাকেন উনি গ্রেফতার হবেন আর তার জন্য বিভিন্ন লোকেরা রাস্তায় নামবে তুলকালাম হবে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি গন্ডগোল হবে সেটা হচ্ছে না।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular