TMC: বিজেপির তোলা ‘বহিরাগত’ অভিযোগের ব্যাখ্যা দিল তৃণমূল

সম্প্রতি তৃণমূলের ব্রিগেড মঞ্চে বিজেপিকে ফের বহিরাগত ইস্যুতে ঘায়েল করেন অভিষেক ব্যানার্জি। এরপর ব্রিগেড মঞ্চ থেকেই লোকসভায় তৃণমূলের ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। ইউসুফ…

সম্প্রতি তৃণমূলের ব্রিগেড মঞ্চে বিজেপিকে ফের বহিরাগত ইস্যুতে ঘায়েল করেন অভিষেক ব্যানার্জি। এরপর ব্রিগেড মঞ্চ থেকেই লোকসভায় তৃণমূলের ৪২ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। ইউসুফ পাঠান, কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহাদের নাম তৃণমূল প্রার্থী হিসেবে ঘোষণা করেন অভিষেক। প্রার্থী হিসেবে এদের নাম প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে বিরোধী বিজেপি। গেরুয়া শিবিরের কথায়, মোদী – শা যদি বহিরাগত হন তীব্র এরা কেনো নয়?

এবার সেই বহিরাগত কথারই ব্যাখ্যা দিল তৃণমূল। তৃণমূলের ব্যাখ্যা, যে কোনো জায়গায় নাগরিকই নিয়ম মেনে ভোটে দাঁড়াতে পারেন। কমিশনের নিয়ম মেনে এর আগেও, কৃষ্ণা মেনন, বি আর আম্বেদকর রাও প্রার্থী হয়েছিলেন। যারা বাংলার কৃষ্টি বোঝে না, বিদ্যাসাগরের মুর্তি ভাঙ্গে তারাই আমাদের কাছে বহিরাগত। যারা বাংলার মানুষকে বঞ্চনা করে, বাংলার টাকা আটকে রেখে ভাতে মারার চেষ্টা করে তারাই বহিরাগত। সেদিক থেকে ইউসুফ, শত্রুঘ্ন, কীর্তি আজাদ বহিরাগত নয় বলেই ক্লিনচিট তৃণমূলের।

তৃণমূলের মুখপাত্র ও রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কথায়, ‘এবারের ভোট মোদীর গ্যারান্টি ভার্সেস দিদির গ্যারান্টি।’ মোদী কোনো কথা রাখেন না বলেও দাবি করেন তিনি।