TMC Candidate List: আজ ৪ পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা

নিউজ ডেস্ক : ইতিমধ্যেই ৪ পুরসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি এবং চন্দননগর, এই চার কর্পোরেশনে ভোটের জন্য আজ বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা…

mamata

নিউজ ডেস্ক : ইতিমধ্যেই ৪ পুরসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি এবং চন্দননগর, এই চার কর্পোরেশনে ভোটের জন্য আজ বৃহস্পতিবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস। মেয়র মুখ ও প্রার্থী তালিকায় নতুন কারা আসছেন সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

উল্লেখ্য, শিলিগুড়িতে গতবার বোর্ড দখল করেছিল বামেরা। কিন্তু এখন উত্তরবঙ্গের এই শহরে রাজনৈতিক সমীকরণ বদলেছে। বিধানসভায় শিলিগুড়িতে বিজেপি আসন জিতেছে। তাছাড়া জোট করে ভোট লড়ার কথা ঘোষণা করেছে বাম-কংগ্রেস। এরমধ্যে পুরপ্রশাসক পদে প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে নিয়োগ করেছে নবান্ন। হতে পারে তাঁকেই মেয়র মুখ করে শিলিগুড়ি লড়বে তৃণমূল। আবার কলকাতার মতো আগে থেকে মেয়র পদপ্রার্থী হিসেবে কারও নাম নাও ঘোষণা করতে পারে শাসকদল। 

   

অন্যদিকে, বিধাননগর প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তকে নিয়ে একটা সময় অনেক ঝক্কি পোহাতে হয়েছিল তৃণমূলকে। পরে অনাস্থা এনে সব্যসাচীকে সরিয়ে দেয় শাসকদল। মেয়র করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের ঘনিষ্ঠ অনুগামী কৃষ্ণা চক্রবর্তীকে। বর্তমানে তিনিই পুরপ্রশাসক। তবে এর মধ্যে বিজেপি ঘুরে তৃণমূলে ফিরেছেন সব্যসাচী। তাঁকে এবার দল টিকিট দেয় কি না তাও দেখার। তবে সূত্রের খবর, সব্যসাচীর পুরনো ওয়ার্ডে তাঁর স্ত্রীকে টিকিট দিতে পারে তৃণমূল। ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় ৪ নম্বর ওয়ার্ডে নিজের মেয়েকে প্রার্থী করার চেষ্টা চালাচ্ছেন বলেও শোনা যাচ্ছে। 

আসানসোল ছিল তৃণমূলের দখলে। তবে গত বোর্ডের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগ দিয়েছেন। এবার হয়তো তাঁকে গেরুয়া শিবির মুখ করে লড়াইয়ে নামবে। সেদিক থেকে আসানসোলে শাসকদল কাকে মুখ করে লড়াইয়ে নামে সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের। 

চন্দননগর হুগলির এই কর্পোরেশনে তৃণমূলের বোর্ডের বিরুদ্ধে বিরাট দুর্নীতির অভিযোগ উঠেছিল। তা সামনে আসতে মেয়াদ ফুরনোর আগেই বোর্ড ভেঙে দেয় রাজ্য সরকার। নিয়োগ করা হয় প্রশাসকমণ্ডলী। চন্দননগরের ভোটে রাম চক্রবর্তীকেই তৃণমূল মুখ করে লড়বে নাকি নতুন মুখ আনবে সেদিকেও নজর থাকবে রাজনৈতিক মহলের।