Canning: ভোটের মুখে বিজেপির কর্মিসভায় রক্তারক্তি কাণ্ড, কাঠগড়ায় তৃণমূল

লোকসভা ভোটের মুখে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং (Canning)। এবার ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি (BJP)। বিজেপির কর্মিসভাকে ঘিরে রক্তারক্তি ঘটনা ঘটে গেল। ঘটনায় হামলার অভিযোগ উঠেছে শাসক…

Will 11 BJP MLAs be arrested, what about say TMC

লোকসভা ভোটের মুখে উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং (Canning)। এবার ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি (BJP)। বিজেপির কর্মিসভাকে ঘিরে রক্তারক্তি ঘটনা ঘটে গেল। ঘটনায় হামলার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে।

এদিকে তৃণমূলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে গেল বিজেপি। জীবনতলা মঠের দিঘি এলাকায় এই হামলা। বিজেপির মণ্ডল সভাপতি সহ আহত হয়েছেন অনেকে বলে খবর। তৃণমূল নেতা সওকত মোল্লার বিরুদ্ধে হামলার অভিযোগ। এদিকে পাল্টা বিজেপির বিরুদ্ধেই হামলার অভিযোগ করেছে তৃণমূল।

   

ইতিমধ্যে এই বিষয়ে সরব হয়েছেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি আজ নিজের এক্স হ্যান্ডেলে অভিযোগ করেন, ‘লোকসভা ভোটের আগে বাংলার রাজনীতিতে ফের রক্তপাত। ক্যানিং পূর্ব বিধানসভার কার্যকর্তাদের উপর নৃশংসভাবে হামলা চালিয়েছে তৃণমূলের গুন্ডারা। হোসেন শেখ; ক্যানিং পূর্ব বিধায়কের ঘনিষ্ঠ সহযোগী। শওকত মোল্লা; যার খ্যাতি সন্দেশখালীর শেখ শাহজাহানের মতো, সে জঘন্য অপরাধ করেছে।

বিভাস মণ্ডল, সুব্রত দাস সহ আমাদের কার্যকর্তাদের কয়েকজন গুরুতর আহত হয়েছেন; ৩ নম্বর ক্যানিং পূর্ব মণ্ডলের সম্পাদক ও মণ্ডল সভাধিপতি। তাঁদের চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।’