
রাজ্যের (West Bengal) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দফার মন্ত্রী ছিলেন। একুশের ভোটে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হয়েছেন। তিনিই মনে করছেন যে আর ক্ষমতায় ফিরবে না ঘাসফুল। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের আসন সংখ্যা অর্ধেকের থেকেও কম হবে বলেও দাবি সংখ্যালঘু বিধায়কের।
ছাব্বিশের বিধানসভা ভোট নিয়ে চড়ছে রাজনীতির পারদ। আড়াইশো আসন নিয়ে ফের বাংলার ক্ষমতা দখলের দাবি তৃণমূলের। পালটা বিজেপিও এবার জয় নিশ্চিত ধরে এগোচ্ছে। এই পরিস্থিতিতে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক হুমায়ুন কবীর। এ মাসের শুরুতে ভরতপুরের এই বিধায়ককে সাসপেন্ড করেছে তৃণমূল।
সোমবার আত্মপ্রকাশ করছে হুমায়ুন কবীরের দল। বেলডাঙার মাঠে বিশাল জনসভার আয়োজন করেছেন তিনি। শুক্রবার থেকে মঞ্চ বাঁধার কাজ শুরু হয়েছে। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে জোট গড়তে তিনি রাজি। বাম, কংগ্রেস এবং আইএসএফকে জোট বার্তা দিলেও শর্ত চাপিয়েছেন। তাঁর কথায়, “২২ আসনের মুর্শিদাবাদ জেলায় ৯টায় আমি লড়ব। ৯টা অধীর চৌধুরীকে ছাড়ব। তিনটে দেব বামেদের। আর একটা আইএসএফ।” এই শর্ত না মানলে একলা চলার হুঁশিয়ারিও দিয়েছেন হুমায়ুন।

এরপরেই তৃণমূল-বিজেপি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন হুমায়ুন কবীর। তিনি বলেন, “একুশের ভোটে ২১৩টা আসন পেয়েছিল তৃণমূল। এবার একশোর নীচে নামবে।” এ বিষয়ে তৃণমূল নেতাদের বক্তব্য, ছাব্বিশের ভোটে আড়াইশোর বেশি আসন পাবে ঘাসফুল। কেউ কেউ শুধু বলছেন, একুশের তুলনায় ভোট এবং আসন দুইই বাড়াবে তৃণমূল। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল নেতাদের এই দাবি মানতে নারাজ হুমায়ুন কবীর। তৃণমূলের পরাজয়ের বিষয়ে তিনি নিশ্চিত। তবে বর্তমান বিজেপি আগের থেকে ভালো ফল করবে বলে দাবি করছেন ভরতপুরের বিধায়ক। তাঁর মতে, “একুশে ২০০ পারের হাওয়া তুলে ৭৭-এ থেমেছিল বিজেপি। এবার ১০০ টা পেতে পারে। চব্বিশের ভোটের ফলের নিরিখে ৯১ আসনে পদ্মের প্রার্থীরা এগিয়েছিলেন। এবার ৯টা বাড়তে পারে।” অর্থাৎ বর্তমান শাসক বা বিরোধী কেউই ক্ষমতার স্বাদ পাবে না বলেই দাবি করেছেন বিভিন্ন দল ঘোরা রাজনীতিবিদ হুমায়ুন কবীর।
ভরতপুরের বিধায়কের মন্তব্য বা তাঁকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “হুমায়ুন কবীর বা তাঁর মতো কারও মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু বলতে পারব না।” সেই সঙ্গে বালুরঘাটের সাংসদ আরও বলেন, “কে কী বলছে বা ভাবছে জানি না। ছাব্বিশে বাংলায় বিজেপির সরকার হচ্ছে।”










