HomeBharatPoliticsLok Sabha Elections: বাংলায় একাই লড়বে তৃণমূল

Lok Sabha Elections: বাংলায় একাই লড়বে তৃণমূল

- Advertisement -

ঘটা করে বৈঠকই সার। লোকসভা ভোটে (Lok Sabha Elections) বিরোধী জোট ইন্ডিয়া দেখা যাবে না বাংলায়। স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ পাঞ্জাব এবং কেরলের মতো বাংলাতেও জোট হচ্ছে না।

বেঙ্গালুরু, পাটনা, মুম্বই, দিল্লিতে কয়েক দফার বৈঠক। তারপরেও সমাধানসূত্র আসেনি। বাংলায় কংগ্রেসকা সর্বোচ্চ দু’টি আসন ছাড়তে চায় তৃণমূল। সম্ভবত উনিশের ভোটে কংগ্রেসের জেতা দুই আসন ছাড়া বাকি ৪০ আসনেই প্রার্থী দেওয়ার কথা বলে ঘাস ফুল শিবির। শুধু দু’টো নয়, আরও কয়েকটি আসন হাতে রাখতে চায় কংগ্রেস।

   

এই জটিলতা মেটেনি।  সূত্রের খবর, শুক্রবার দলীয় বৈঠকে ৪২ আসনেই প্রার্থী দেওয়ার ইঙ্গিত দিলেন মমতা। স্পষ্ট করে দিলেন চব্বিশের লোকসভা ভোটে কংগ্রেসের জেতা আসন বহরমপুরে প্রার্থী দেবে তৃণমূল। এই কেন্দ্রের সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি আবার লোকসভায় কংগ্রেসের দলনেতা।

মুর্শিদাবাদে তৃণমূলের কোন্দল আছে। সূত্রের খবর, সব মিটিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলার বার্তাও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular