বাম প্রার্থীর বাড়িতে হামলায় অভিযুক্ত তৃণমূল

পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র প্রত্যাহারের চাপে রাজি না হওয়ায় ভাঙড় দু’নম্বর ব্লকে দেওতা ২ নম্বর পঞ্চায়েতে সিপিআইএম প্রার্থীর বাড়ি, দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কাঁঠালবেড়িয়া…

পঞ্চায়েত ভোটের মনোনয়নপত্র প্রত্যাহারের চাপে রাজি না হওয়ায় ভাঙড় দু’নম্বর ব্লকে দেওতা ২ নম্বর পঞ্চায়েতে সিপিআইএম প্রার্থীর বাড়ি, দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

কাঁঠালবেড়িয়া গ্রাম সংসদে সিপিএমের প্রার্থী হয়েছেন সন্ন্যাসী মণ্ডল তার অভিযোগ, তৃণমূলের সদস্যরা তাকে বারংবার মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেয়। মনোনয়ন প্রত্যাহার না করায় গতকাল সিপিআইএম প্রার্থীর বাড়িতে হামলা চালায় তৃণমূলের দুষ্কৃতীরা।

গোটা রাজ্য জুড়ে একের পর এক মনোনয়ন প্রত্যাহারের চাপ দেওয়ায় অভিযোগ সামনে এসেছে। এবং সর্বক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আসছে। এবার ফের সিপিএম প্রার্থীর বাড়ি ও দোকানে ভাঙচুর চালানো হয় মনোনয়ন পত্র তুলে নেওয়ার জন্য।

সিপিআইএম প্রার্থী সন্ন্যাসী মণ্ডল অভিযোগ, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই তৃণমূলের পক্ষ থেকে মনোনয়ন পত্র তোলার জন্য চাপ দেওয়া হচ্ছিল। এই মনোনয়নপত্র তুলে না নেওয়ার কারণে গতকাল রাত্রে প্রায় কুড়ি জন দুষ্কৃতি তার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এবং তারা বারবারই বলছিল যে মনোনয়নপত্র তুলে নিতে হবে না হলে তারা আজ সকালে তার বাড়িতে আবার নতুন করে হামলা চালাতে পারে।

নির্যাতিত সিপিআইএম প্রার্থীর আরো অভিযোগ, বাড়িতে যেমন হামলা করা হয়েছে পাশাপাশি তার দোকানেও ভাঙচুর করা হয়েছে। ঘটনার পর থেকেই সিপিআইএম প্রার্থী সন্ন্যাসী মণ্ডল ঘর ছাড়া হয়েছে। এই ঘটনার পর থেকে গোটা এলাকা জুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে।