Titagarh Shootout: যুবককে প্রকাশ্যে গুলি করে খুন, টিটাগড়ে প্রবল চাঞ্চল্য

উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চল টিটাগড়ে গুলিবিদ্ধ যুবক নিহত। তাকে খুব কাছ থেকে গুলি করে খুন করা হলো।বাড়ির সামনেই গুলিবিদ্ধ (Titagarh Shootout) যুবক। পরে হাসপাতালে মৃত্যু যুবকের॥

মৃতের নাম মহম্মদ হাসান। বাড়ির সামনেই তাকে গুলি করে কয়েকজন। পরপর তিন রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতিরা। এলাকার বাসিন্দারা ছুটে এলে পালিয়ে যায় দুষ্কৃতিরা। মহম্মদ হাসানের মাথায় গুলি লাগে। রক্তাক্ত হাসানকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।

   

টিটাগড় থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।গোষ্ঠিবাজি নাকি শুটআউটের নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ তাও খতিয়ে দেখছে পুলিশ। তবে এলাকাবাসীর একাংশ বলছেন হাসানকে গুলি করে মারার কারণ দুষ্কৃতিদের গোষ্ঠীবাজি। কারণ, হাসান জেলে ছিল। মাস দুয়েক আগে ছাড়া পেয়েছিল।

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত টিটাগড়ে দুষ্কৃতি তান্ডব, প্রকাশ্যে খুন, রাজনৈতিক সংঘর্ষে মৃত্যু ঘটেই চলে। এলাকাবাসী এতেই অভ্যস্থ। দু’দিন আগে তৃ়ণমূলের দুই কাউন্সিলরের  গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল টিটাগড়। দুই দলের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন