Tiger Census: বাঘের সংখ্যা নির্ধারণে সুন্দরবনের গভীর জঙ্গলে ক্যামেরা

প্রতি বছর কিছু সংখ্যক করে বাঘের সংখ্যা বাড়ে সুন্দরবনে। এবার একবছর পর সেই বাঘের সংখ্যা (Tiger Census) ঠিক কতটা বেড়েছে সেই বিষয়ে জানতে চলছে কাজ।…

Sundarbans' tiger census

প্রতি বছর কিছু সংখ্যক করে বাঘের সংখ্যা বাড়ে সুন্দরবনে। এবার একবছর পর সেই বাঘের সংখ্যা (Tiger Census) ঠিক কতটা বেড়েছে সেই বিষয়ে জানতে চলছে কাজ। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প দ্বারা এই বাঘ গণনার কাজ শুরু হল। সুন্দরবনের গভীর জঙ্গলে লাগানো হয়েছে ক্যামেরা। এই ক্যামেরাই তুলবে বাঘের ছবি। তার দ্বারাই জানা যাবে বর্তমান সময়ে সুন্দরবনে ঠিক কত সংখ্যক বাঘ রয়েছে।

Advertisements

গভীর জঙ্গলে ঠিক কীভাবে ক্যামেরা বসাতে হবে, ক্যামেরার সামনে বনের বাঘকে আকৃষ্ট করতে কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে এই সব বিষয়ে একটি বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় সজনেখালিতে। এই কর্মশালায় ৫০ জন বনকর্মী অংশগ্রহণ করেছিলেন। গত বছর সারা ভারত জুড়ে বাঘের সংখ্যা নির্ণয় করা হয়েছিল অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশনের মধ্য দিয়ে। সেই হিসেব অনুযায়ী সুন্দরবনে ১০১ টি বাঘ রয়েছে বলে জানা গিয়েছিল।

Advertisements

বন দফতর তরফে জানা গিয়েছে, এবার ক্যামেরা বসানোর জন্য জঙ্গলের মধ্যে মোট ৭৩২ টি জায়গা চিহ্নিত করা হয়েছে। প্রতি জায়গাতে দুটি করে মোট ১৪৬৪ টি ইনফ্রা রে প্রযুক্তি সম্বলিত স্বয়ংক্রিয় ক্যামেরা বসানো হচ্ছে বাঘেদের ছবি তোলার জন্য। এই ক্যামেরা বসানোর কাজ শুরুর ঠিক ৩০ থেকে ৩৫ দিন পরে জঙ্গল থেকে ক্যামেরা খোলা হবে। সেই ক্যামেরায় ওঠা ছবি বিচার বিশ্লেষণ করেই সুন্দরবনে বাঘেদের সঠিক সংখ্যা নির্ধারণ করা হবে।

বেশ কয়েক বছর ধরেই সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের নজরে আসছে একাধিক বাঘ। গত বছরের বাঘ শুমারি রিপোর্ট অনুযায়ী বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে সুন্দরবনে। এবারও সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও দক্ষিণ ২৪ পরগনা বন বিভাগ এলাকায় যে বাঘ গননার কাজ শুরু হতে চলেছে তার ফলও যথেষ্ট ভালো হবে বলেই আশাবাদী বন আধিকারিকরা।