ক্যানিংয়ে তিন TMC কর্মীকে গুলি করে কুপিয়ে খুন

সাত সকালেই তিন তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় ক্যানিংয়ে আতঙ্ক। নিহত তিন তৃণমূল কর্মীর নাম স্বপন মাঝি, ঝন্টু হালদার এবং পাঁচু শিকারি। নিহত স্বপন মাঝি তৃণমূলের…

ক্যানিংয়ে তিন TMC কর্মীকে গুলি করে কুপিয়ে খুন

সাত সকালেই তিন তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় ক্যানিংয়ে আতঙ্ক। নিহত তিন তৃণমূল কর্মীর নাম স্বপন মাঝি, ঝন্টু হালদার এবং পাঁচু শিকারি। নিহত স্বপন মাঝি তৃণমূলের পঞ্চায়েত সদস্য।তিন জনকেই গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে।

এদিন সকাল ৯ টা নাগাদ একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিতে যাচ্ছিলেন ক্যানিংয়ের গোপাল্পুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাঝি। সঙ্গে ছিলেন দুই জন ঝন্টু এবং পাঁচু। ৩ জনের রাস্তা ঘিরে ধরে দুষ্কৃতিরা।

ক্যানিংয়ে তিন TMC কর্মীকে গুলি করে কুপিয়ে খুন

দুষ্কৃতীরা প্রথমে তৃণমূল নেতাকে গুলি করে, কুপিয়ে খুন করে। পালানোর সময়, তাঁর দুই সঙ্গীকেও গুলি করে, কুপিয়ে খুন করা হয় বলে অভিযোগ।

মৃতদেহগুলির কাছ থেকে বোমা উদ্ধার হয় বলেও জানা গেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, দুষ্কৃতীরা স্বপন এবং তাঁর দুই সঙ্গীর মাথা কেটে নেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু গুলি এবং বোমার আওয়াজে আশপাশের বাসিন্দারা বেরিয়ে এলে দুষ্কৃতীরা চম্পট দেয়।

Advertisements

এলাকায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে খবরটি। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে ক্যানিং থানার বিরাট পুলিশ বাহিনী। দেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। আগেই খুন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছিল স্বপন। জানিয়েছেন বিধায়ক। আজই পুলিশের কাছে যাওয়ার কথা ছিল । কিন্তু তার আগেই এই ঘটনা ঘটে গেল।