Paschim Bardhaman: বাথরুম থেকে এসেছে রক্তের দাগ, পড়ে আছে যুবক-যুবতী ও বৃদ্ধার দেহ

একই বাড়িতে তিনজনের মৃতদেহ উদ্ধার। বাথরুম থেকে নজরে এসেছে রক্তের দাগ। পশ্চিম বর্ধমানের পানাগড়ে এক বাড়িতে উদ্ধার তিনটি দেহ। মৃত এক যুবক ও এক যুবতী সঙ্গে এক বৃদ্ধার দেহ উদ্ধার। তীব্র চাঞ্চল্য এলাকায়।

৭০ বছর বয়সী এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার হয়েছে খাটের উপর। খাটের উপর থেকে উদ্ধার ২১ বছর বয়সী যুবতী সিমরন বিশ্বকর্মা ও সোনু বিশ্বকর্মা নামের যুবকের দেহ উদ্ধার বাইরের উঠোন থেকে। এরা সকলেই ঝাড়খণ্ডের বাসিন্দা। তারা পানগড়ের রেলপারে এক ব্যক্তির বাড়িতে বেড়াতে এসেছিলেন।

   

জানা গিয়েছে বাড়ির মালিক ধনঞ্জয় বিশ্বকর্মা নামের ব্যক্তি অসম গিয়েছেন। তার ভাইয়ের বক্তব্য তিনি সকাল সাড়ে আটটা নাগাদ কাজে চলে যায়। এর পর তার কাছে ফোন করে জানানো হয় যে, তার পরিবারের লোকের মৃত্যু হয়েছে। এই তিনজনকেই খুন করা হয়েছে বলে অভিযোগ।

ঘটনাস্থলে এসে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে। ফরেন্সিক টিম ঘটনার তদন্ত করছে। তবে কে? কেনও? কিভাবে খুন করেছে এই বিষয়ে জানা যায়নি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন