ফের চতুর্থ ঢেউ করোনার? কোচবিহারে ৭২ ঘণ্টার নজরদারি

ফের দেশে বাড়তে শুরু করেছে করোনা (Covid 19) সংক্রমণ। আশঙ্কা করা হচ্ছে জুলাই-আগস্টের মধ্যে ফের বাড়তে পারে সংক্রমণ। তাই বর্তমানে রাজ্যের করোনা গ্রাফ ঠিক কোনখানে…

covid 1 1 ফের চতুর্থ ঢেউ করোনার? কোচবিহারে ৭২ ঘণ্টার নজরদারি

ফের দেশে বাড়তে শুরু করেছে করোনা (Covid 19) সংক্রমণ। আশঙ্কা করা হচ্ছে জুলাই-আগস্টের মধ্যে ফের বাড়তে পারে সংক্রমণ। তাই বর্তমানে রাজ্যের করোনা গ্রাফ ঠিক কোনখানে ধারণা করতে সেন্টিলেন সার্ভিলেন্স চালনা করছে রাজ্য সরকার। এমনই অবস্থায় কোচবিহারে (Coochbehar) জারি হলো তিন দিনের বিশেষ নজরদারি।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কোচবিহারে দৈনিক সংক্রমনের নিম্নমুখী। আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনে কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে নজরদারি চালানো হবে। টানা তিন দিন চলবে এই নজরদারি।

   

২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত এই নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে। কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, জেলা এখন সংক্রমণ শূন্য। যাতে নমুনা পরীক্ষার সংখ্যা কমে না যায় সে ব্যাপারে নজর দিতে বলা হয়েছে।

কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে এক আধিকারিক জানিয়েছেন, রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকা মেনে সার্ভিলেন্স চালানো হবে। ল্যাবরেটরির পরিকাঠামো তৈরি করা হয়েছে। কর্মীরা বর্তমানে প্রস্তুত রয়েছে নমুনা সংগ্রহের জন্য।

উল্লেখ্য, যখন করোনা সংক্রমণ রাজ্যে ঊর্ধ্বমুখী ছিল, সেই সময় কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে শুরু করা হয়েছিল কোভিড বিভাগ। বর্তমানে সংক্রমণের সংখ্যা নিম্নমুখী হওয়ায় সেই বিভাগ বন্ধ করে দেওয়া হয়েছে। জেলাজুড়ে স্বাভাবিক জীবনযাপন চলছে।

কিন্তু ফের চোখরাঙানি দিচ্ছে করোনার চতুর্থ ঢেউ। ইতিমধ্যেই দেশের একাধিক রাজ্যে বাড়তে শুরু করেছে ফের সংক্রমনের সংখ্যা। রাজ্যের ওপরেও বাড়তে শুরু করেছে চাপ।