অনুব্রত মণ্ডল মামলায় বিচারককে মাদক কেসে ফাঁসানোর ‘হুমকি’ চিঠি

গোরু পাচারকাণ্ডে নয়া মোড়। এবার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল মামলায় বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। মঙ্গলবার অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)-হেফাজতের শেষ দিন। আসানসোলের বিশেষ সিবিআই…

অনুব্রত মণ্ডল মামলায় বিচারককে মাদক কেসে ফাঁসানোর 'হুমকি' চিঠি

গোরু পাচারকাণ্ডে নয়া মোড়। এবার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল মামলায় বিচারককে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। মঙ্গলবার অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)-হেফাজতের শেষ দিন। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দেওয়া আছে।

এই হুমকি ভরা চিঠিতে বলা হয়েছে, ‘অনুব্রতকে জামিন না দিলে বিচারকের পরিবারকে ফাঁসানো হবে। মাদক মামলায় ফাঁসানো হবে বিচারকের পরিবারকে।’ জানা গিয়েছে, গত ২০ আগস্ট বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি দেওয়া হয়। 

   

সুত্রের খবর, ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে। বুধবার ফের অনুব্রত মণ্ডলকে আসানসোলের সিবিআই আদালতে তোলা হবে৷ ঠিক তার আগে এহেন ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। 

Advertisements

এই ঘটনায় অভিযুক্ত বাপ্পা চট্টোপাধ্যায়। যদিও সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানিই না। আপনাদের কাছ থেকে প্রথম শুনছি।’