বর্ধমানে দিনে-দুপুরে ‘ভুয়ো’ পুলিশ খেল গণধোলাই

শিরোনাম দেখে অবাক হলেন? আদৌ পাওয়া গেল ভুয়ো পুলিশ? ভুয়ো পুলিশ? ব্যপারটা কী? চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড় ধরা। আর ধরা পড়লে? কী হয়েছে ঘটনাটা? বিস্তারিত জেনে নিন।

নিজেকে পুলিশ পরিচয় দিয়ে আইসক্রিমের দোকানে চুরি এবং তার পর ফলের দোকানে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লেন এক ব্যক্তি। চলল গণধোলাই। ব্যক্তির নাম ইসরাক মৌলা খান। অবশেষে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায়। আটক করা হয়েছে তাকে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায়।

   

জানা গিয়েছে প্রথমে তিনি আইসক্রিম নিয়ে ৫০০ টাকা না দিয়েও তা দেওয়ার দাবি করেন দোকানদারকে। এরই মাঝে যখন দোকানের মালিক ক্যাশ দেখতে যান তখন অভিযুক্ত আরও কয়েকটা আইসক্রিম নিয়ে চম্পট দেয় বলেই অভিযোগ। সেই ঘটনার চিত্র সিসি ক্যমেরায় ধরা পরে।

এরপর পার্বিঘাটা এলাকায় একটি ফলের দোকানে চুরি করতে যায় বলে জানা গিয়েছে। এরপরে সেখান থেকে তাকে হাতেনাতে ধরে ফেলেন ব্যবসায়ী এবং স্থানীয় মানুষজন। অভিযুক্তকে ধরে গণধোলাই দেয় উত্তেজিত জনতা। ফল ব্যবসায়ীকেও সেই একই টাকা দেওয়ার কথা বলে অভিযোগ। এরপর ফল ব্যবসায়ী জোরাজোরি করতে অভিযুক্ত পুলিশে চাকরি করার হুমকি দেয়। পরে জানা যায় ওই ব্যক্তি মুর্শিদাবাদ থেকে এসেছেন তার বাবার চিকিৎসা করানোর জন্য। গণধোলাইয়ের পর নিজের ভুল স্বীকার করে এমনটাই দাবি করেন এই ব্যক্তি। বাবার চিকিৎসা করাতে এসে টাকা ফুরিয়ে গিয়েছে বলে ভুয়ো পরিচয়ে চুরি করেন বলে দাবি করেছেন।

বর্ধমান শহরের ব্যস্ততম এলাকায় চুরি করতে গিয়ে হাতেনাতে ব্যক্তি ধরা পড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। নকল পুলিশ পরিচয় দিয়ে চুরি করতে গিয়ে আসল পুলিশের হাতে পড়ে গেল ব্যক্তি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন