Murshidabad: সামশেরগঞ্জে উদ্ধার কংগ্রেসে ছাপ মারা বিপুল ব্যালট

দিকে দিকে উদ্ধার ব্যালট বাক্স বা ব্যালট পেপার। পঞ্চায়েত নির্বাচন ছিল ৮ জুলাই। কিছু জায়গায় পুর্ননির্বাচন হয় ১০ জুলাই। ভোট গণনা হয় ১১ জুলাই। ভোট…

দিকে দিকে উদ্ধার ব্যালট বাক্স বা ব্যালট পেপার। পঞ্চায়েত নির্বাচন ছিল ৮ জুলাই। কিছু জায়গায় পুর্ননির্বাচন হয় ১০ জুলাই। ভোট গণনা হয় ১১ জুলাই। ভোট গণনার সাতদিন পর আজ বিভিন্ন জায়গায় ব্যালট উদ্ধার শুরু হয়েছে।

এবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পাটের ক্ষেতে উদ্ধার ব্যালট। কংগ্রেস জেলা পরিষদের প্রার্থীকে ভোট দেওয়া ব্যালট উদ্ধার সামশেরগঞ্জের জয়কৃষ্ণপুর এভিএস বিদ্যাপীঠ সংলগ্ন এলাকা থেকে। এই ঘটনায় ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ কংগ্রেসের।

এই ঘটনায় কংগ্রেসের ব্লক সভাপতি বলেন, যারা ভোট গণনা কেন্দ্রের দায়িত্বে ছিলেন তারা এই কাজ করেছে। ওই এলাকায় পুনরায় ভোটের দাবি করেন‌ তিনি। কংগ্রেস নেতা আনারুল হক এই ঘটনায় আদালতে দারস্থ হওয়ার কথা বলেন।

অন্যদিকে, বাদুড়িয়ায় স্কুলের পিছন থেকে উদ্ধার ব্যালট। পুকুর ধারে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়ছছে ভেজা ব্যালট। সব ব্যালটেই কংগ্রেসে ছাপ দেওয়া।

আবার, ভোটের ফল ঘোষণার পর ডিসিআরসি কেন্দ্র থেকে উদ্ধার করা হয় ব্যালট পেপার। সোমবার রাতে মালদার গাজোলের হাজিনাকু মহম্মদ হাইস্কুলের ডিসিআরসি কেন্দ্র থেকে তিনটি ব্যালট বাক্স উদ্ধার হওয়া নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

অন্যদিকে, ভোটের ব্যালট পেপার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার কৃষ্ণগঞ্জেও। অভিযোগ উঠেছে, গণনা কেন্দ্র থেকে লুঠ হওয়া বৈধ ব্যালট এগুলি।