পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত নন্দীগ্রাম (Nandigram)। তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম ফের গরম। নন্দীগ্রামের গোকুলনগর এলাকায় তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। অভিযোগ, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তৃণমূল নেতাকেও।
বৃহস্পতিবার গভীর রাতে শাসকদলের বুথ সভাপতি স্বপন কুমার করের বাড়িতে হামলা চালানো হয়েছে। ছোড়া হয় চার-পাঁচটি বোমা। সেই ঘটনায় নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে কয়েকজন বিজেপি নেতাদের নাম আছে।
তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ, গত ১০ নভেম্বর গোকুলনগরে শহীদ দিবসের মঞ্চে আগুন ধরানো হয়েছিল। সেই ঘটনায় স্বপন কর বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। অভিযোগের তালিকায় নাম ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তারই প্রতিশোধ নিতে গভীর রাতে বিজেপি নেতারা হামলা চালায়।
বিজেপির দাবি, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা বোমা নিয়ে রাজনীতি করি না। নিজেদের ঘরেই কোন্দল। বিজেপিকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। নন্দীগ্রামে সন্ত্রাস চালচ্ছে তৃণমূল। বিরোধী দলের লোকেদের ওপর হামলা চলছে এখন তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কাঠগড়ায় তুলছে।
সম্প্রতি কাঁথিতে বিরাট সমাবেশ করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ২ ব্লকের ভুপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামের জোরালো বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়।