আজ ভাঙড়ে বোমাবৃষ্টির সম্ভাবনা, TMC-ISF ও বাম জোট সমর্থকরা ‘তৈরি’

তৃণমূল-আইএসএফ ও বাম জোট (TMC-ISF)  মুখোমুখি। যে কোনও সময় ফের রক্তাক্ত হয়ে যেতে পারে ভাঙড়। বুধবার পঞ্চায়েত বোর্ড গঠন। রাত থেকে চলেছে চোরাগোপ্তা হামলা। আজও কি লাস পড়বে? বোমাবৃষ্টির সম্ভাবনা এমনই পূর্বাভাস থেকে দক্ষিণ ২৪ পরগনার এই এলাকার সর্বত্র জারি হয়েছে ১৪৪ ধারা। আগামী ১৩ তারিখ মধ্যরাত পর্যন্ত এই নিয়মে জারি থাকবে। নির্দেশ জারি করা হয়েছে।

পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্র করে দফায়-দফায় সংঘর্ষে ভাঙড় ছিল রক্তাক্ত। ভাঙড়ের একাধিক জায়গায় শাসক তৃ়নমূল কংগ্রেস বনাম বিরোধী আইএসএফ ও বাম জোটের সংঘর্ষ চলেছে। ভোট ও গণনা পরবর্তী গুলি চালানোর ঘটনায় বেড়েছে মৃতের সংখ্যা। পঞ্চায়েত ভোট পর্বে মোট ৬ জনের মৃত্যু হয় ভাঙড়ে। গুলিবিদ্ধ হন অতিরিক্ত পুলিশ সুপার তাঁর দেহরক্ষী। এরপর বুধবার বোর্ড গঠন ঘিরে আতঙ্কিত ভাঙড়বাসী।

   

ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী বনাম স্থানীয় টিএমসি পর্যবেক্ষক ও ক্যানিং পশ্চিমের বিধায়ক শওকত মোল্লার রাজনৈতিক জমি দখলের লড়াই চলে ভাঙড়ে। শওকতের সাথে আছেন ভাঙড়ের প্রাক্তন বিধায়ক ও তৃণমূল নেতা আরাবুল ইসলাম। দু তরফের এই সংঘর্ষের নেতারা পরস্পরের দিকে হামলার অভিযোগ তুলেছেন

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন