Digha: দীঘায় জলোচ্ছ্বাস, সেলফি তুলতে গেলেই বিপদ

দীঘায় (Digha) সমুদ্রের প্রবল জলোচ্ছ্বাস। উত্তাল দীঘার সমুদ্র। পর্যটকদের সমুদ্রে নামতে মানা করা হয়েছে। মৎসজীবীদের আগেই সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। বুধবার সকাল থেকেই জলোচ্ছ্বাস দীঘায়। সমুদ্রে নামতে নিষেধাজ্ঞায় চলছে মাইকিংও। নিম্নচাপের সাথে কোটালের জেরে রীতিমত জলোচ্ছ্বাস‌। 

Advertisements

সমুদ্রের জল উপচে চলে আসছে অন্যদিকে। যার জেরে সতর্ক রয়েছে প্রশাসন। উপকূল এলাকাগুলি জলোচ্ছাসের জেরে আতঙ্কিত বাসিন্দারা। সুন্দরবন লাগোয়া উপকূলের জেলাগুলিতে বিভিন্নজায়গায় কোস্টাল গার্ডের মাধ্যেমে সতর্ক থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। বিভিন্ন জায়গায় খোলা হয়েছে কন্ট্রেলরুম।

পর্যটকদের সমুদ্রে নামতে বাধা দেওয়া হচ্ছে। ভারী বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। ।‌ আজ পর্যন্ত বৃষ্টি চলবে। আগামীকাল থেকে কমবে বৃষ্টি। একেই নিম্নচাপ তার মধ্যে কোটালের জেরে জলোচ্ছ্বাস। দীঘার সমুদ্রে চলছে মাইকিং, নজরদারি। সর্তক রয়েছে প্রশাসন।

Advertisements

উত্তাল দীঘার সেই সমুদ্র দেখতে ভিড় করেছে বহু পর্যটক। যদিও তাদের সমুদ্রে নামতে নিষেধ করেছে প্রশাসন। বারবার মাইকিং করে সমুদ্রে নামতে বারণ করা হচ্ছে পর্যটকদের।