১ জুন থেকে বদল হতে চলেছে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার নিয়ম

ড্রাইভিং লাইসেন্সের পাওয়ার নিয়মে বদল হতে চলেছে আগামী ১ জুন থেকে। এই নিয়মে বেশকিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। সেই নিয়মে প্রথমেই বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স…

DRIVING LICENCE

ড্রাইভিং লাইসেন্সের পাওয়ার নিয়মে বদল হতে চলেছে আগামী ১ জুন থেকে। এই নিয়মে বেশকিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে। সেই নিয়মে প্রথমেই বলা হয়েছে ড্রাইভিং লাইসেন্স পেতে জুন মাস থেকে আর সরকারি আঞ্চলিক পরিবহণ অফিসে যেতে হবে না। কারণ কেন্দ্রীয় সরকার তার নয়া নিয়মে জানিয়েছে সরকারি আরটিও-র পরিবর্তে ব্যক্তিগত ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রেই ড্রাইভিংয়ের পরীক্ষা দেওয়া যাবে আর সেখান থেকেই পাওয়া যাবে লাইসেন্স । সাথে প্রাইভেট ট্রেনিং সেন্টারগুলিতেই এবার ড্রাইভিং টেস্ট নেওয়া হবে। লাইসেন্সের জন্য সার্টিফিকেট প্রদান করবে সেন্টারগুলিই ।

তবে লাইসেন্স পেতে কেন্দ্র বেশ কিছু নির্দেশিকা জারী করে জানিয়েছে ড্রাইভিং ট্রেনিং সেন্টার গুলির ক্ষেত্রে ন্যূনতম ১ একর জমি থাকতে হবে। চার চাকার প্রশিক্ষণের জন্য ২ একর জমি থাকতে হবে। সাথে ড্রাইভিং স্কুলগুলিতে উপযুক্ত পরিকাঠামো থাকা বাধ্যতামূলক। তবে প্রশিক্ষকের যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে প্রশিক্ষকের উচ্চ বিদ্যালয়ে ডিপ্লোমা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। সাথে কমপক্ষে ৫ বছরের ড্রাইভিং অভিজ্ঞতা থাকাও বিশেষ জরুরি। যদি কেউ লার্নার্স লাইসেন্স ইস্যু করতে চায় তার জন্য ১৫০ টাকা লাগবে। তবে লার্নার্স লাইসেন্স পরীক্ষার ফি হচ্ছে ৫০ টাকা। ড্রাইভিং পরীক্ষার ফি হচ্ছে ৩০০ টাকা। ড্রাইভিং লাইসেন্স ইস্যু হচ্ছে ২০০ টাকা। আন্তর্জাতিক ড্রাইভিং পারমিটের ইস্যু হচ্ছে ১ হাজার টাকা এবং ড্রাইভিং লাইসেন্সের নবীকরণের জন্য ৩০০ টাকা ফি দিতে হবে। এছাড়া এখন থেকে ড্রাইভিং লাইসেন্সে ঠিকানা বা অন্য তথ্য পরিবর্তনের জন্য লাগবে ২০০ টাকা ।

   

শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্স নয় এর পাশাপাশি গাড়ি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপরও নির্দেশিকা জারি করেছে সরকার। যেমন গাড়ি নিয়ে যদি কোনও চালক রেষারেষি করেন,তাহলে তাকে ১ হাজার থেকে ২ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হবে। আবার কোনও নাবালক যদি গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে তাহলে তাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হবে। পাশাপাশি গাড়ির রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে এবং অভিযুক্তকে ২৫ বছর বয়স পর্যন্ত লাইসেন্স দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।