তৃণমূলের অন্দরেই প্রশ্ন, এত সিপিএম (CPIM)কোথায় ছিল? শাসকদলকে পাল্টা প্রশ্ন ছুঁড়ে পূর্বতন শাসকদলের কটাক্ষ, ভোট চুরি না করলেই মিলবে আসল জবাব। রাজ্যের শস্য গোলা পূর্ব বর্ধমানের অন্যতম কৃষি অঞ্চল রায়না-খণ্ডঘোষে বিপুল সংখ্যায় বাম সমর্থকদের মিছিল সামাজিক মাধ্যমে ভাইরাল।
জেলা সিপিআইএম সূত্রে খবর, কৃষকসভার (CPIM) নেতৃত্বে গ্রামীণ এলাকায় তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে গ্রামবাসীরা একজোট হচ্ছেন। আদালতের নির্দেশ থাকলেও একশ দিনের কাজের দাবিতে শাসক বিরোধী ক্ষোভ জমাট হচ্ছে।
সিপিআইএম (CPIM) রায়না ২ এরিয়া কমিটির উদ্যোগে অবিলম্বে ১০০ দিনের কাজ চালু, প্রকৃত প্রাপকদের আবাস যোজনার অন্তর্ভুক্তকরন, বন্ধ হয়ে যাওয়া সামাজিক ভাতা চালুর দাবিতে বিডিও অফিস অভিযান অনুষ্ঠিত হয়। ডেপুটেশনে আগে হয় সুবিশাল মিছিল।

তৃণমূল অন্দরে জল্পনা এত CPIM
জেলা সিপিআইএম (CPIM) সূত্রে জানা গেছে, গত পঞ্চায়েত নির্বাচনে গোটা রাজ্যে তৃণমূলের ভোট লুটেরাদের দাপাদাপি দেখা গেছিল। পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু অঞ্চলে বাম সমর্থকরা তৃণমূলের ভোট লুটেরাদের রুখে দিয়েছিলেন। বাম আমলে জমির পাট্টা পাওয়া কৃষকদের জমি ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে কৃষকসভার নেতৃত্বে চলেছে জমি পুনর্দখল অভিযান।
জেলায় কৃষকসভার রাজ্য সম্মেলনের প্রস্তুতি চলছে। বর্ধমানে এই সম্মেলনে আসবেন সব জেলার প্রতিনিধিরা। বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএম (CPIM) তাদের কৃষক সংগঠনের মাধ্যমে গ্রামাঞ্চলের আসনগুলিতে জোরালো প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনে করছেন বাম নেতারা। কৃষকসভার রাজ্য নেতৃত্বের কয়েকজনের বিশ্লেষণ, বেশকয়েকটি আসনে চমকপ্রদ ফল আসতে চলেছে।