জমি জট! বাংলায় থমকে রেলের ৬১ টি প্রকল্প, সাহায্যের আবেদন রেলমন্ত্রীর

রাজ্যে রেল প্রকল্পের (Railway Projects) সম্প্রসারনে বাধা হয়ে দাঁড়িয়েছে জমি সমস্যা। থমকে রয়েছে বাংলার ৬১ টি প্রকল্প। গত বুধবার ২ অক্টোবর বাংলায় রেল প্রকল্পের উদ্বোধনে…

Railway Projects

রাজ্যে রেল প্রকল্পের (Railway Projects) সম্প্রসারনে বাধা হয়ে দাঁড়িয়েছে জমি সমস্যা। থমকে রয়েছে বাংলার ৬১ টি প্রকল্প। গত বুধবার ২ অক্টোবর বাংলায় রেল প্রকল্পের উদ্বোধনে এসে রাজ্য প্রসাশনের সাহায্য চাইলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Railway Minister Ashwini Vaishnav)। কার্যত রাজ্য সরকারকে কটাক্ষের সুরে উন্নয়নের প্রশ্নে রাজনীতি সরিয়ে রেখে ‘ন্যায়’ প্রতিষ্ঠা করার কথা বলেন তিনি। তাঁর কথা মতে, কেন্দ্রীয় সরকার দশ-পা এগিয়ে এলে রাজ্যকে অন্তত এক-পা এগোনোর মানসিকতা দেখাতে হবে। উন্নয়নের প্রশ্নে রাজনীতি না করে ন্যায় প্রতিষ্ঠা করে দেখান।

 

   

জমিজট কাটলে কলকাতা সংলগ্ন একালায় আরও ২৬ কিলোমিটার মেট্রোর পথ সম্প্রসারন সম্ভব বলে জানান অশ্বিনী বৈষ্ণব।ব্যারাকপুর, বারাসত, বারুইপুর সহ নানা পথে মেট্রো সম্প্রসারণের ক্ষেত্রে জমি এখনও বাধা হয়ে রয়েছে।৬০,০০০ কোটি টাকার ৬১ টি রেল প্রকল্পের জন্য রাজ্যকে সহযোগিতা করার আহ্বান জানান। মোদী সরকারের আমলে গত ১০ বছরে ৩৮ কিলোমিটার মেট্রো পথ তৈরি হয়েছে বলেও জানান তিনি।

 

শিয়ালদহ থেকে মুর্শিদাবাদ-আজিমগঞ্জ শাখায় ভাগীরথী নদীর উপর নশিপুর সেতুতে যাত্রিবাহী ট্রেন চলাচলেরও সূচনা করেন রেলমন্ত্রী। দীর্ঘদিন জমি সমস্যার কারণে ৩৩৫ মিটার দীর্ঘ ওই সেতুর সংযোগকারী লাইন তৈরি করা যাচ্ছিল না। জট কাটিয়ে সেই কাজ সম্পূর্ণ করায় মুর্শিদাবাদ-আজিমগঞ্জ শাখায় রেল যোগাযোগ সুগম হবে। রেলমন্ত্রী, আজিমগঞ্জ-কাশিমবাজার ও কৃষ্ণনগর-আজিমগঞ্জ শাখায় মেমু ট্রেনের সূচনা করেন। শিয়ালদহ থেকেই উদ্বোধন করেন রাধিকাপুর-আনন্দবিহার এক্সপ্রেসের। শিয়ালদহ স্টেশনে ট্রেনের বাতিল কোচ দিয়ে তৈরি রেস্তরাঁর উদ্বোধনও করেন তিনি।