Sheikh Shajahan: প্রচুর টাকার অধিকারী শাহজাহানের স্ত্রী, সম্পত্তির পরিমাণ জানলে চমকে যাবেন!

Taslima Bibi wife of Sheikh Shahjahan

তৃণমূলের শেখ শাহজাহানকে বাংলায় চিনত না, এমন মানুষ হয়তো হাতে গোনা। তার কীর্তি দূর দূর পর্যন্ত ছড়িয়ে। কিন্তু সন্দেশখালিকাণ্ডের দৌলতে এই শেখ শাহজাহানের কুখ্যাতি ছড়িয়ে গিয়েছে রাজ্যের গণ্ডি ছাড়িয়ে জাতীয় স্তরে। বহু জলঘোলার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে ধরা পড়েন তিনি। শেখ শাহজাহানের সাম্রাজ্য, তার অর্থের বিষয়ে তো অনেকেই জানেন, কিন্তু জানেন কি তাঁর স্ত্রী, অর্থাৎ তসলিমা বিবির সম্পত্তিও কিছু কম নয়। জানলে চোখ কপালে উঠে যেতে পারে!

শাহজাহানের মাছের ব্যবসার ম্যানেজার মহিদুল মোল্লার বয়ান থেকে এই বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। জানা যায়, ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে ফুলে ফেঁপে উঠেছিল শাহজাহানের সম্পত্তি। সেই সঙ্গে স্ত্রীর নামেও বহু সম্পত্তি কেনেন তৃণমূল নেতা। এর মধ্যে, জমি, বাড়ি, হোটেল, গেস্ট হাউস, কী নেই!

   

আরও পড়ুন: Sheikh Shahjahan: ‘সব মিথ্যে, বিচার হবে’, মুখ খুললেন শাহজাহান

সোমবারই এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শেখ শাহজাহানের স্ত্রীকে তলব করেছিল ইডি। তবে সেখানেই সেই জিজ্ঞাসাবাদ শেষ হয়ে যায়নি। বুধবার ফের তলব করা হয় তসলিমা বিবিকে। জেরায় নাকি তিনি আধিকারিকদের জানিয়েছেন, সম্পত্তির বিষয়ে কিছুই জানতেন না তিনি।

উল্লেখ্য, রেশন দুর্নীতি থেকে শুরু করে আরও বহু বহু দুর্নীতিতে নাম জড়িয়েছিল শেখ শাহজাহানের। ৫৫ দিন বেপাত্তা থাকার পর পুলিশের হাতে ধরা পড়েছিল সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ । মিনাখাঁ থেকে নিখোঁজ শাহজাহানকে গ্রেফতার করা হয়েছিল বলে দাবি করেছিল পুলিশ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন