Tet Scam: মীনাক্ষীর নেতৃত্বে কলকাতায় ফের সমাবেশ সিপিআইএমের

মধ্যরাতে অনশনরত টেট চাকরি প্রার্থীদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য। কলকাতা নয়, আগামী দিনে জেলায় জেলায় চলছে বিক্ষোভ।…

মধ্যরাতে অনশনরত টেট চাকরি প্রার্থীদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজ্য। কলকাতা নয়, আগামী দিনে জেলায় জেলায় চলছে বিক্ষোভ। শনিবার ভিক্টোরিয়া হাউসের সামনে বিরাট সমাবেশের ডাক দিল (CPIM) সিপিআইএম। টেট (Tet Scam) দুর্নীতির প্রতিবাদে উত্তপ্ত রাজ্য।

ইতিমধ্যে জেলায় জেলায় বিক্ষোভ ছড়িয়েছে। পূর্ব বর্ধমানে সিপিআইএম জেলা দফতরে সাংবাদিক সম্মেলন থেকে মহম্মদ সেলিম বলেন, ‘আমি চাই মুখ্যমন্ত্রীর চাকরি যাক। তাহলে বাকি সকলের চাকরি বেঁচে যাবে।’ সিপিআইএম রাজ্য সম্পাদকের কটাক্ষে রাজনৈতিক মহল সরগরম।

তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতির কারণে বঞ্চিত হতে হচ্ছে। নতুন করে ইন্টারভিউতে অংশগ্রহণ নয় বরং দ্রুত নিয়োগের দাবিতে সোমবার থেকে সল্টলেকের করুণাময়ীতে লাগাতার আন্দোলনও অনশন চালাচ্ছিলেন হাজার খানেক টেট চাকরি প্রার্থী।পর্ষদ ভবনের চারপাশে ১৪৪ ধারা জারি করার নির্দেশ দেয় আদালত।

টেট দুর্নীতির প্রতিবাদ ও নিয়োগ দাবিতে চাকরি প্রার্থীদের পুলিশ দিয়ে সরিয়ে দেওয়ার পর থেকে রাজনৈতিক মহল সরগরম। করুণাময়ীতে বাম ছাত্র যুবদের উপর পুলিশের চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। সিপিআইএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বললেন, কোনও জন্তু যখন ভয় পেয়ে যায় তখন সে আক্রমণ করে।

বিকাশ ভট্টাচার্য বলেন, সরকার ভয় পাচ্ছে। সরকারের দুর্নীতিগ্রস্ত মন্ত্রীরা ভয় পাচ্ছেন। প্রশাসনের মাথা যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁরাও ভয় পাচ্ছেন। তাঁদের সম্মিলিত ভয়ের আত্মপ্রকাশ হচ্ছে এরকমভাবে আক্রমণ করা। কোনও জন্তু যখন ভয় পেয়ে যায় তখন সে আক্রমণ করে। এটাই নিয়ম প্রকৃতির নিয়ম। সেজন্যই ওরা আক্রমণ করবে স্বাভাবিক।

তিনি আরও বলেন, আমরা গোটা সমাজের সমস্ত সুস্থ মানুষদের এক জায়গায় দাঁড় করানোর চেষ্টা করছি। তাঁদের জন্য নয়, তাঁদের প্রজন্মের জন্যে। যাতে ভবিষ্যতের প্রজন্ম মাথা স্বাচ্ছন্দে দাঁড়াতে পারে, সেই চেষ্টাই আমাদের সকলকে করতে হবে।