Tet Scam: পর্ষদের নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও ক্ষিপ্ত বিক্ষোভকারীরা

৮৫ ঘন্টার দীর্ঘ অনশনের পরেও অটল পর্ষদ। হবু শিক্ষকদের দাবিকে মান্যতা দিল না পর্ষদ। ১১,৭৬৫ টি পদে নিয়োগের সিদ্ধান্ত পর্ষদের। আজ বিকেল ৪ টে থেকে…

৮৫ ঘন্টার দীর্ঘ অনশনের পরেও অটল পর্ষদ। হবু শিক্ষকদের দাবিকে মান্যতা দিল না পর্ষদ। ১১,৭৬৫ টি পদে নিয়োগের সিদ্ধান্ত পর্ষদের। আজ বিকেল ৪ টে থেকে পর্ষদের পোর্টালে জারি করা হয় বিজ্ঞাপন। টেট(TET) উত্তীর্ণ চাকরি প্রার্থীরা ৪০ বছর হলেই আবেদন করতে পারবেন, এমনটাই জানিয়ে দিল পর্ষদ। অর্থাৎ দীর্ঘ অনশন ও আন্দোলনের পরে পর্ষদের সিদ্ধান্তে কোনও বদল মিলল না। 

গত সোমবার থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে অবস্থান বিক্ষোভ জারি রেখেছিলেন ২০১৪ টেট পাশ চাকরি প্রার্থীরা। তাঁদের বক্তব্য ছিল, এভাবে ২০১৪ ও ২০১৭ সালে টেট পাশ চাকরি প্রার্থীদের একসঙ্গে নিয়োগ করা যাবে না। তাঁদের ইন্টারভিউ প্রক্রিয়া আগেই শেষ হয়েছে। তাই এবার ইন্টারভিউ বয়কট করার সিদ্ধান্ত নিয়ে আন্দোলন জারি রাখেন চাকরি প্রার্থীরা। ২০১৪ সালের চাকরি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়ার আর্জি জানান তাঁরা।

চাকরি প্রার্থীদের সেই আন্দোলনকে ঘিরে গতকাল রণক্ষেত্র হয়ে ওঠে করুণাময়ী। ধর্না দেন ২০১৭ টেট পাশ চাকরি প্রার্থীরাও। তাঁদের বক্তব্য, শূন্যপদের সংখ্যা বাড়িয়ে নিয়োগ করুক সরকার। তাহলেই সমস্যা মিটে যাবে। কিন্তু সেই দাবিতে মান্যতা দিল না পর্ষদ। পর্ষদের তরফে বলা হয়েছে ২০১২, ২০১৪ এবং ২০১৭ সালে যারা টেট পাশ করেছেন। যাদের বয়স ৪০ বছরের মধ্যে তাঁরা এই পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। 

চাকরি প্রার্থীদের দাবী না মেনে এভাবে নিয়োগের বিষয়টা মেনে নেবে পর্ষদ? নাকি ফের বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাবেন হবু শিক্ষকরা? সরকারের অনমনীয় মনোভাবের কারণে আগামী দিনে নতুন করে সমস্যা দেখা দেবে? উঠছে প্রশ্ন।