তৃতীয়বার বাংলার মসনদে বসে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যে অভাবনীয় একটি দুয়ারে সরকার (duare sarkar)। এবার সেই দুয়ারে সরকারের ক্যাম্প পাড়ায় পাড়ায় চেয়ে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। মঙ্গলবার ভাঙড়ের পোলেরহাট ২ অঞ্চলের হাড়োয়া রোড অবরোধ করল জমি-জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। এদিন হাড়োয়া রোডের ঢিবঢিবা বাজারে পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের সামনে এবং শ্যামনগর মোড়ে দফায়-দফায় অবরোধ করেন জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা।
মঙ্গলবার গুটি কয়েক সদস্য নিয়ে অবরোধে সামিল হন কমিটির নেতারা। পাশাপাশি টোনা উড়িয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকারের ক্যাম্পে তালা মেরে দেন তাঁরা। এতে বেশ কয়েকজন কর্মচারী আটকে পড়েন ওই ক্যাম্পে। এই প্রসঙ্গে জমি কমিটির যুগ্ম সম্পাদক জানিয়েছেন, পঞ্চায়েতে ঠিকঠাক দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে না। বেছে বেছে শুধু আরাবুলের পাড়া গাজীপুরে ক্যাম্প হচ্ছে। এতে সাধারণ মানুষ ঠিকঠাক পরিষেবা পাচ্ছেন না।
জানা গিয়েছে, ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এদিন পূর্ব নির্ধারিত তালিকাও জনসমক্ষে আনা হয়। তাতে দেখা যায় মাছিভাঙা, খামারআইট, টোনা, উড়িয়াপাড়া, গাজীপুর, স্বরূপনগর, শ্যামনগর সহ পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতের প্রতিটি বড় গ্রামেই ক্যাম্প করা হয়েছে বা হবে।
এবার এই নিয়ে সুর চড়িয়েছে বিরোধী পক্ষ। জানিয়েছে, এই সমস্যা আজকের নয়, অনেক দিনের। এখানকার প্রশাসন থেকে বিডিও প্রত্যেকে পাড়ায় দুয়ার সরকার ক্যাম্পের নাম করে প্রচার চালাচ্ছে। তবে একদিনও সেই ক্যাম্প তাঁরা করছে না। বারবার বলা সত্ত্বেও তাঁদের কোনও গুরুত্ব নেই।