ভোট বাজারে এবার বড় ঘটনা ঘটে গেল তমলুকে। আর এই ঘটনাটি ঘটেছে বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে। মনোনয়ন পর্ব চালকালীন ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে।
পূর্ব মেদিনীপুরে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনোনয়ন সমাবেশ চলাকালীন গর্জে ওঠেন চাকরি প্রার্থীরা। ইতিমধ্যে এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তীব্র গতিতে ভাইরাল হয়েছে। মূলত তৃণমূলের তরফে চাকরিহারাদের নিয়ে করা ধর্নামঞ্চ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে উঠল স্লোগান। বিজেপির তরফে ওঠে চোর স্লোগান।
তৃণমূলের অভিযোগ, বিজেপির তরফে ইট ছোঁড়া হয়েছে। এদিকে ধর্নামঞ্চ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে পাল্টা স্লোগান দেওয়া হয়। ধেয়ে আসে কুরুচিকর মন্তব্য। এরপরেই বিজেপির কর্মী সমর্থকেরা তৃণমূলের ধর্নামঞ্চের দিকে তেড়ে যান বলেও অভিযোগ। ফলে স্লোগান পাল্টা স্লোগানের ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড ঘটে গেল।
#WATCH | Purba Medinipur, West Bengal: A clash broke out between TMC and BJP workers during the nomination rally of BJP candidate from the Tamluk Lok Sabha seat, former Calcutta High Court judge Justice Abhijit Gangopadhyay, in Purba Medinipur
More details are awaited. pic.twitter.com/IjHwjrBmZa
— ANI (@ANI) May 4, 2024