HomeWest BengalWeather: মাঝ ফাল্গুনেই অনুভূত গরম, আরও বাড়বে তাপমাত্রা

Weather: মাঝ ফাল্গুনেই অনুভূত গরম, আরও বাড়বে তাপমাত্রা

- Advertisement -

ক্যালেন্ডারের পাতায় সবেমাত্র ফাল্গুন মাসের মাঝামাঝি। আর এরই মধ্যে অনুভূত হতে শুরু করেছে গরম। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আরও বাড়তে চলেছে তাপমাত্রা।

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার শুকনোই থাকবে আবহাওয়া। আকাশ থাকবে পরিষ্কার। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ২০.২ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৮ শতাংশ, ন্যূনতম ৩৬ শতাংশ।

   

এদিন কলকাতা ও শহরতলিতে বৃষ্টি না হলেও অতি হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমদিকের কয়েকটি জেলায়। বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং জেলায়। ভূমধ্যসাগরের শীতল হাওয়া রাজ্যে প্রবেশ করছে। এই হাওয়া গরম বাতাসের সঙ্গে মিশে জলীয় বাষ্প ভরা মেঘের সৃষ্টি করছে। তার জেরেই হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular