রাজ্য রাজনীতিতে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির বর্ষীয়ান নেতা ও প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় (Tathagata Roy)। এক্স (X)-এ পোস্ট করে তিনি সরাসরি প্রশ্ন তুললেন বিজেপির সংগঠন কাঠামো ও রাজ্য নেতৃত্বের নিষ্ক্রিয়তা নিয়ে।
তথাগত রায়ের অভিযোগ, ভোটের প্রস্তুতি পর্বে যেখানে তৃণমূল কংগ্রেসের এজেন্টরা নিয়মিতভাবে BLO (Booth Level Officer)-দের সঙ্গে থেকে ভোটার ফর্ম বিতরণের কাজ তদারকি করছে, সেখানে বিজেপির কোনও প্রতিনিধি মাঠে দেখা যাচ্ছে না। তিনি আরও দাবি করেন, অনেক জায়গায় CPI(M)-এর স্থানীয় কর্মীরাও BLO-দের সঙ্গে উপস্থিত থাকছে, কিন্তু বিজেপির প্রতিনিধি নেই বললেই চলে।
তার পোস্টে তিনি লিখেছেন, “Is the BJP central leadership aware that Trinamool agents are very often accompanying the BLOs during distribution of forms and bossing over them? Sometimes CPI(M) agents are also with them. BUT BJP – NEVER.
No wonder. West Bengal BJP has not even been able so far to select its office-bearers.
VERY, VERY, VERY, BAD.”
তিনি ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (@narendramodi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (@AmitShah) এবং আরএসএস (@RSSorg)-কে।
রাজনীতির মহলে তথাগত রায়ের এই টুইট ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য তৈরি হয়েছে। একদিকে তৃণমূল শিবির এই মন্তব্যকে বিজেপির অন্তর্দ্বন্দ্বের বহিঃপ্রকাশ হিসেবে দেখছে, অন্যদিকে বিজেপির একাংশ বলছে, রায়ের বক্তব্যে “বাস্তব পরিস্থিতির প্রতিফলন” ঘটেছে।
বিজেপির এক রাজ্য নেতা নাম প্রকাশে অনিচ্ছুকভাবে বলেন, “তথাগতবাবুর বক্তব্যে অসত্য কিছু নেই। রাজ্যে সংগঠনের অনেক জায়গায় এখনো দায়িত্ব বণ্টন হয়নি। এতে মাঠপর্যায়ের কাজ বাধাগ্রস্ত হচ্ছে।”
তৃণমূলের তরফে অবশ্য এই মন্তব্যে তির্যক প্রতিক্রিয়া এসেছে। দলের এক মুখপাত্র বলেছেন, “তথাগত রায় আসলে স্বীকার করে নিচ্ছেন যে বিজেপি সংগঠন ভেঙে পড়েছে। আমরা কাজ করছি, তাই মাঠে আমাদের দেখা যাচ্ছে।”
বিশেষজ্ঞদের মতে, তথাগত রায়ের এই টুইট শুধুমাত্র একটি প্রশাসনিক প্রশ্ন নয়, এটি বিজেপির অভ্যন্তরীণ কাঠামোর দুর্বলতাকেও প্রকাশ করছে। বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে এমন সময়ে দলের অভ্যন্তর থেকে এই ধরনের সমালোচনা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অস্বস্তিকর হতে পারে।
প্রসঙ্গত, তথাগত রায় আগে থেকেই রাজ্য বিজেপির সিদ্ধান্ত ও সাংগঠনিক দক্ষতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন। তিনি অতীতে টুইট করে বলেছিলেন, “রাজ্যে বিজেপির নেতৃত্ব ক্রমেই দুর্বল হয়ে পড়ছে, যা ভবিষ্যতের জন্য বিপজ্জনক।”
এই নতুন মন্তব্যে তাঁর ক্ষোভ যেন আরও স্পষ্ট হয়ে উঠল — তৃণমূল ও সিপিএম সক্রিয়ভাবে মাঠে কাজ করছে, অথচ বিজেপি নিজের সাংগঠনিক কাঠামোই এখনো ঠিক করতে পারেনি।


