মন্দিরে নিষিদ্ধ মোবাইল, জড়িয়ে ধরা যাবে না মা’কেও, গুচ্ছ নির্দেশিকা তারাপীঠে

কলকাতা: অগ্রহায়ন শেষ৷ পৌষের শুরু৷ আর পৌষ মানেই পুলিপিঠে৷ তবে শুধু পুলি-পিঠে নয়, সেই সঙ্গে এই মাসে মন্দিরে মন্দিরে বাড়তে শুরু করে ভক্তদের ভিড়৷ বিশেষ…

Tarapith Temple new rules

কলকাতা: অগ্রহায়ন শেষ৷ পৌষের শুরু৷ আর পৌষ মানেই পুলিপিঠে৷ তবে শুধু পুলি-পিঠে নয়, সেই সঙ্গে এই মাসে মন্দিরে মন্দিরে বাড়তে শুরু করে ভক্তদের ভিড়৷ বিশেষ করে কালী মন্দির বা তারা মায়ের মন্দিরে মাসজুড়ে ভিড় থাকে চোখে পড়ার মতো৷ বহু মানুষ এই মাসে মূলো দিয়ে মাকে পুজো দিয়ে থাকেন৷ মন্দিরে ভক্তদের ভিড় সামাল দিতেই এবার নিয়মবিধিতে বেশ কিছু বদল আনল তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ৷ (Tarapith Temple new rules)

মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ নিষেধ Tarapith Temple new rules

মাস পয়লা পড়তেই মন্দিরের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে, এবার থেকে আর মোবাইল নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না। দেবীর চরণ স্পর্শ কর গেলেও, মাকে জড়িয়ে ধরা যাবে না। এখানেই শেষ নয়৷ পুজো দেওয়ার ক্ষেত্রে আরও কিছু শর্ত লাগু করা হয়েছে৷  

   

মাকে জড়িয়ে ধরা নয় Tarapith Temple new rules

প্রায় গোটা বছরই পুণ্যার্থীদের ভিড় ঢল দেখা যায় তারাপীঠ। অমাবস্যা তিথি হোক বা বছরের বিশেষদিন, তারাপীঠে পা রাখা দায়৷ দর্শনার্থীদের ভিড় সামাল দিতে রীতিমতো বেগ পেতে হয় মন্দির কর্তৃপক্ষকে। অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে সম্প্রতি তারাপীঠ মন্দির কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সেবাইতদের সঙ্গে এক বৈঠকে বসেছিলেন জেলাশাসক। ওই বৈঠকে মন্দিরের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। তারক মধ্যে অন্যতম হল ফোন নিষিদ্ধ করা৷ পয়লা পৌষ থেকে আর মোবাইল হাতে মাতৃ প্রতীমা দর্শন করা যাবে না৷ মন্দিরে বাইরে মোবাইল জমা রেখে ভিতরে প্রবেশ করতে হবে ভক্তদের৷ 

মন্দিরের তরফে বিজ্ঞপ্তি জারি করে আরও জানানো হয়েছে যে, এবার থেকে পুজোর জন্য দুটো লাইন করা হবে। অতিরিক্ত কোনও লাইন মন্দির প্রাঙ্গনে থাকবে না। প্রথমে একটি লাইন করা হবে। পরবর্তীতে দ্বিতীয় লাইনটা করা হবে৷ এছাড়াও গর্ভগৃহে এবার থেকে আর গোলাপজল ও আলতা দেওয়া যাবে না। শুধুমাত্র প্রতিমার চরণ স্পর্শ করতে দেওয়া হবে৷ তবে প্রতিমাকে জড়িয়ে ধরা যাবে না। মাকে স্পর্শ করতে গিয়ে যে বিশৃঙ্খল পরিস্থিতি হয়, তা এড়াতেই এই সিদ্ধান্ত৷ 

West Bengal: Tarapith Temple implements new rules amid increased devotee turnout in Poush. No mobile phones allowed, restrictions on touching the deity. Devotees flock for Kali and Tara Ma worship.