কলকাতা: দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কান্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্য “তালিবানি মানসিকতার” প্রতিফলন, বলে তোপ দাগলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। “মেয়েদের রাতে বেরনো উচিৎ নয়”, মমতার এই মন্তব্য অত্যন্ত “নিন্দনীয়” বলে উল্লেখ করেন তিনি।
এদিন উত্তরবঙ্গ সফরের আগে দুর্গাপুরের ঘটনায় বিতর্কিত মন্তব্যে রাজনৈতিক ঝড় তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত ১২.৩০ টায় ওই ছাত্রী ক্যাম্পাসের বাইরে গেল কি করে? বলে প্রশ্ন তোলেন মমতা সেইসঙ্গে, মেয়েদের রাতে বেরনো উচিৎ নয় বলেও মন্তব্য করেন তিনি।
মমতার এই বক্তব্যের বিরুদ্ধে তোপ দেগে অগ্নিমিত্রা (Agnimitra Paul) বলেন, “দয়া করে মিথ্যে বলবেন না। সিসিটিভি ফুটেজে পরিষ্কার ভাবে ধরা পড়েছে দ্বিতীয় বর্ষের ওই ডাক্তারি পড়ুয়া সন্ধ্যে ৮ টা নাগাদ ক্যাম্পাসের বাইরে খাবার খেতে গেছিলেন। তাই কলেজ কর্তৃপক্ষ বা নির্যাতিতার ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করবেন না”।
পাশাপাশি অগ্নিমিত্রা বলেন, “রাত ১২ টার পর মহিলাদের বাইরে বেরনো উচিৎ নয়? মহিলা চিকিৎসক, নার্সদের তাহলে তাঁদের কাজে যাওয়া উচিৎ নয়? মহিলা আইটি কর্মীদেরও তাহলে কাজে যাওয়া উচিৎ নয়? এই ধরণের তালিবানি মানসিকতা অত্যন্ত লজ্জাজনক”।
অপরাধীদের বাঁচানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
শুক্রবার দুর্গাপুরের (Durgapur) বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তেরা ‘তৃণমূল ক্যাডার’ বলে দাবী করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা (Agnimitra Paul)।
তাঁর অভিযোগ, “২০২৬ বিধানসভা নির্বাচনে ওই অপরাধি ক্যাডারদের দিয়েই তৃণমূল কংগ্রেস রিগিং, বুথ দখল করাবে। বাংলার মানুষও বুঝে গেছেন। আমাদের লক্ষ্মীর ভান্ডার চাই না। আমাদের সম্মান চাই। একদিকে আপনি ১০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবেন, আর অন্যদিকে আমাদের ধর্ষণ, গণধর্ষণ করবেন আবার বিচারও দেবেন না! ২০২৬ নির্বাচনে বাংলার মহিলারা আপনাকে সঠিক শিক্ষা দেবে। তাঁরা ইতিমধ্যেই বুঝে গেছেন কাকে ভোট দেওয়া উচিৎ”।
রাজ্য সরকারের বিরুদ্ধেই ক্ষোভ নির্যাতিতার বাবার
রবিবার পশ্চিমবঙ্গে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্যাতিতার বাবা। তিনি বলেন, “এখানে মেয়েকে রাখা নিরাপদ নয়। ওকে ওড়িশায় ফিরিয়ে নিয়ে যেতে চাই”। পাশাপাশি, এনসিআরবি রিপোর্ট নিয়েও আশঙ্কা প্রকাশ করেন তিনি। শনিবার নির্যাতিতার বাবা বলেন, “আমার মেয়ে সন্ধ্যে সাড়ে ৮ টা নাগাদ ক্লাসমেটের সঙ্গে বাইরে ফুচকা খেতে গিইয়েছিল। তখন ৩-৪ জন এসে তাঁকে ঘিরে ধরে। মেয়েকে ফেলে পালায় তাঁর সঙ্গী”।
বিজেপি ‘রাজনৈতিক রং’ লাগাতে চাইছে বলে পাল্টা সরব তৃণমূল
শুক্রবারের ঘটনার পর রাজ্যের নারী নিরাপত্তা নিয়ে ফের তৃণমূল সরকারকে একহাত নিয়েছে গেরুয়া শিবির। কিন্তু দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনাকে বিজেপি “রাজনৈতিক রং” লাগাতে চাইছে বলে পাল্টা তোপ দাগেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। পাশাপাশি ঘটনার নিন্দা জানান তিনি।