Sujata-Swastika: সুজাতার পর স্বস্তিকা, বউদের দলবদলে গরম বঙ্গ রাজনীতি

ভোটের মুখে দলবদল। সেটাও আবার প্রার্থীর স্ত্রীর। বিজেপিতে যোগ দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী (Swastika Bhuvneshwari)। এই ঘটনায় মনে…

Swastika Bhuvneshwari wife of TMC candidate Mukutmani Adhikari has joined the BJP, বিজেপিতে যোগ দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী

short-samachar

ভোটের মুখে দলবদল। সেটাও আবার প্রার্থীর স্ত্রীর। বিজেপিতে যোগ দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী (Swastika Bhuvneshwari)। এই ঘটনায় মনে করিয়ে দিচ্ছে একুশের বিধানসভা ভোটের মুখের এক বিশেষ যোগদানের ঘটনা।

   

একুশের বিধানসভা ভোটের মুখে তৃণমূলে যোগ দেন সুজাতা মণ্ডল (Sujata Mondal)। তখন তিনি বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর (Soumitra Khan) স্ত্রী। এই দলবদলের মাধ্যমে বিজেপির যোগদান মেলার উপযুক্ত জবাব দিয়েছিল তৃণমূল। ২০১৪ সাল থেকে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। আইনি জটিলতায় ২০১৯ সালের ভোটের সময় বাঁকুড়া জেলায় প্রবেশ করতে পারেননি সৌমিত্র। তিনি প্রচার করেন শুধু বর্ধমানের খণ্ডঘোষ বিধানসভা এলাকায়। বাঁকুড়া জেলায় থাকা বাকি ছয় কেন্দ্রে তাঁর হয়ে প্রচার করেন তৎকালীন স্ত্রী সুজাতা।

TMC: পাকিস্তানি সিরিয়ালের ভক্ত তৃণমূল প্রার্থী

সৌমিত্র থেকে শুরু করে বিজেপির তাবড় নেতারা দাবি করেন সুজাতার জন্যই বিষ্ণুপুর লোকসভা আসনে পদ্ম ফোটে। বিধানসভা ভোটে সুজাতা বিরোধী শিবিরে। তাঁকে প্রার্থীও করে তৃণমূল। এবার চব্বিশের লোকসভা ভোটেও তিনি প্রার্থী। সেই বিষ্ণুপুর কেন্দ্র থেকে। প্রাক্তন স্বামী সৈমিত্র খাঁর বিরুদ্ধে। মল্লভূমে দুই প্রাক্তনের লড়াইয়ে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Mamata Banerjee: ‘আরও কুকীর্তি আছে’, রাজ্যপাল আনন্দ বোসকে পেনড্রাইভের জুজু দেখালেন মমতা

এরই মাঝে নজর কাড়ল নদিয়া। শনিবার বিকেলে বিজেপিতে যোগ দিলেন রানাঘাটের তৃণমূল প্রার্থীর স্ত্রী। ভোটের ৩৬ ঘণ্টা আগে। অর্থাৎ তাঁর প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই। তবে তৃণমূল প্রার্থী মুকুটমণিকে বিড়ম্বনায় ফেলতে যথেষ্ট। বিজেপিতে যোগ দিয়েই স্বামীর বিরুদ্ধে মুখ খুলেছেন স্বস্তিকা। একেবারে মঞ্চে দাঁড়িয়ে। একুশের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হন মুকুটমণি। কয়েক মাস আগে তৃণমূলে যোগ দেন। তাঁর স্ত্রী এবার বিজেপিতে।

ঘরণী সংসার সামলাবে। স্বামীর পাশে থাকবে। এটাই চিরাচরিত রীতি। সময় বদলেছে। মেয়েরা এখন চাকরি করে। অফিসার হয়। ডাক্তারও হয়। তবে স্বামীর পাশে থাকার শর্তটা এখনও বদলায়নি। সেই চেনা ছকেই বদল। রাজনীতির ময়দানে বারবার বিড়ম্বনা। বাঁকুড়ার সুজাতা থেকে নদিয়ার স্বস্তিকা।