কেষ্টকে ‘কদাকার ডাকাত’ বলে মমতার মিছিল কে কটাক্ষ শুভেন্দুর

বোলপুরে আগামীকাল বাংলা এবং বাঙালি (Suvendu) নিগ্রহের প্রতিবাদ জানাতে মিছিলে যোগ দেবেন মমতা বন্দোপাধ্যায়। প্রতিবাদের কেন্দ্র বিন্দুতে থাকবে নারী নির্যাতন ও। প্রতিবাদের শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ…

Suvendu mocks anubrata

বোলপুরে আগামীকাল বাংলা এবং বাঙালি (Suvendu) নিগ্রহের প্রতিবাদ জানাতে মিছিলে যোগ দেবেন মমতা বন্দোপাধ্যায়। প্রতিবাদের কেন্দ্র বিন্দুতে থাকবে নারী নির্যাতন ও। প্রতিবাদের শুরুতেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুরকে বেছে নেওয়া কে কেন্দ্র করে আগেই সরব হয়েছিল বিরোধী গেরুয়া শিবির।

এবার এই প্রতিবাদ মিছিল কে কেন্দ্র করে নিজের মতামত জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু তার বক্তব্যে স্পষ্ট বলেছেন মমতার রাজনৈতিক কৌশল এখন মানুষ ধরে ফেলেছে তাই এখন বাঙালিদের জন্য গলা ফাটানো শুধু মাত্র ভিক্টিম কার্ড ছাড়া আর কিছু নয়।

   

তিনি আরও বলেছেন আগামীকালের মিছিলে অনুব্রত মন্ডলের মত একজন ‘কদাকার নিকৃষ্ট’ ব্যাক্তিকে দেখা যাবে। যে অনুব্রত মদ্যপ অবস্থায় একজন কর্তব্যরত পুলিশ অফিসারের মা এবং স্ত্রী কে অশ্রাব্য ভাষায় গালি গালাজ করেছিলেন।

শুভেন্দু প্রশ্ন তুলেছেন বোলপুরের আই সির মা ও স্ত্রী কি নারী নন? তাদের সুরক্ষার জন্য কি ব্যাবস্থা নিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুব্রতর মত নেতাকে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল কিন্তু তার ধরে কাছ দিয়ে যাননি মুখ্যমন্ত্রী। শুভেন্দু আরও বলেছেন যে মুখ্যমন্ত্রী বাঙালিদের নিয়ে সরব কিন্তু ওনার হয়তো মনে নেই সেই দুজন মহিলাও বাঙালি।

তাহলে তাদের কি বিচার প্রাপ্য তা মুখ্যমন্ত্রী বলুন। শুভেন্দুর অভিযোগ পুলিশ চার দিন ধরে রাস্তা আটকে প্যান্ডেল তৈরী করছে এবং তাতে ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের। তিনি কিছুটা বিদ্রুপের সুরে বলেছেন মমতা মিছিলের শেষে ভাষণ দেবেন জনসভায় সেখানে আবারও বলবেন এখন অনুব্রতর মাথায় কত পরিমান অক্সিজেন যাচ্ছে।

Advertisements

শুভেন্দু তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে আজ বাংলায় মা বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। কিন্তু মমতা শুধুই মুসলিম এবং রোহিঙ্গাদের বাঁচানোর চেষ্টা করে চলেছেন। হরিয়ানার মুখ্যমন্ত্রীর সমাজমাধ্যমের পাস্ট কে কেন্দ্র করে শুভেন্দু বলেন বাংলাদেশি রোহিঙ্গারা আর এই দেশে থাকতে পারবে না।

হরিয়ানা মুখ্যমন্ত্রী নায়েব সিংহ সাইনি প্রমান করে দিয়েছেন যে বাংলার বাইরে যাদের আটক করা হয়েছে তারা সবাই অনুপ্রবেশকারী। শুভেন্দু তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে মমতার এই ধরণের প্রতিবাফ মিছিল শুধু মাত্র ভোটার তালিকার নিবিড় অসংশোধন আটকানোর একটি প্রয়াস মাত্র। ভোটার তালকার নবীর সংশোধন হলে মমতা হলে পানি পাবেননা বলে কটাক্ষ করেন শুভেন্দু।

২ আগস্ট থেকে শুরু ‘আমাদের পাড়া আমাদের সমাধান’, জোরকদমে প্রস্তুতি রাজ্যজুড়ে

শুভেন্দুর বিস্ফোরক মন্তব্য, মমতা জানেন যে রোহিঙ্গা এবং বাংলাদেশিরা তাকে একশো শতাংশ ভোট দেয় তাই এই বাঙালি নিগ্রহের আড়ালে এই প্রয়াস শুধু মাত্র মুসলিম এবং রোহিঙ্গা তোষণ ছাড়া আর কিছুই নয়। তবে আগামীকালের সভা এবং মিছিলের শেষে মমতার কি বার্তা থাকবে এবং তা নিয়ে বিরোধীরা কি প্রক্রিয়া জানাবে তা জানতে বাংলার অনুষ চোখ রেখেছেন কালকের মমতার অনুষ্ঠানে।