আইপ্যাক কাণ্ডে তদন্তে হস্তক্ষেপ! মমতার বিরুদ্ধে ইডি-কে পদক্ষেপের আর্জি শুভেন্দুর

Suvendu against Mamata Banerjee

কলকাতা: বিধানসভা ভোটের আগে আইপ্যাক (I-PAC) কর্তার বাড়িতে ইডি তল্লাশিকে কেন্দ্র করে বেনজির সংঘাতের সাক্ষী থাকল কলকাতা। দিল্লির একটি আর্থিক প্রতারণা মামলার তদন্তে বৃহস্পতিবার সকালে যখন লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের আবাসনে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা, ঠিক তখনই সেখানে সশরীরে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এই ঘটনাকে তদন্তে সরাসরি ‘হস্তক্ষেপ’ ও ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

হাতে সবুজ ফাইল, বিস্ফোরক মমতা

দীর্ঘক্ষণ প্রতীক জৈনের বাড়িতে থাকার পর হাতে একটি সবুজ ফাইল নিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করে তিনি দাবি করেন, “তৃণমূলের নির্বাচনী স্ট্র্যাটেজি, প্রার্থী তালিকা এবং ডিজিটাল হার্ডডিস্ক হাতিয়ে নিতেই এই তল্লাশি চালানো হয়েছে।” এরপরই তিনি লাউডন স্ট্রিট থেকে সল্টলেকের সেক্টর ফাইভ-এ আইপ্যাকের আইটি অফিসের উদ্দেশ্যে রওনা দেন।

   

“মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিক ইডি”: শুভেন্দু Suvendu against Mamata Banerjee

মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্মরণ করিয়ে দেন পুরনো স্মৃতি। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সংস্থার কাজে হস্তক্ষেপ করায় অভ্যস্ত। ২০২১ সালে নিজাম প্যালেসে ধরনা দেওয়া কিংবা রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার সময় ধরনায় বসার ইতিহাস ওঁর আছে।” শুভেন্দুর সাফ কথা, একজন প্রশাসনিক প্রধান হয়ে তদন্ত চলাকালীন এভাবে সশরীরে হাজির হওয়া এবং নথিপত্র নিয়ে বেরিয়ে আসা স্রেফ অনৈতিক নয়, বরং সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজে সরাসরি বাধাদান।

শুভেন্দু অধিকারী আরও বলেন, “আমি মনে করি সিপি এবং মুখ্যমন্ত্রীর ওখানে যাওয়াটা সম্পূর্ণ অসাংবিধানিক। ইডি-র উচিত নিজেদের ক্ষমতাবলে এবং আইনের পথে থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা।”

তপ্ত রাজ্য রাজনীতি

ভোটের মুখে নির্বাচনী কৌশল নির্ধারণকারী সংস্থার ওপর এই হানা এবং খোদ মুখ্যমন্ত্রীর ময়দানে নেমে পড়ার ঘটনা বাংলার রাজনীতিতে নয়া মেরুকরণ তৈরি করল। একদিকে তৃণমূল যখন একে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলছে, অন্যদিকে বিজেপি একে ‘তদন্তে বাধাদান’ হিসেবে তুলে ধরছে। এখন দেখার, শুভেন্দুর এই দাবির পর ইডি পরবর্তী কী পদক্ষেপ নেয়।

West Bengal: Suvendu Adhikari has demanded that the ED take legal action against CM Mamata Banerjee for interfering in the I-PAC office raid. The Chief Minister visited Pratik Jain’s house during the probe and allegedly removed sensitive party documents.

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন