Suvendu Adhikari: ঝড়ে আহতদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে শুভেন্দু, উঠল রাজনীতির অভিযোগ

মিনি ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ির একাংশ। গতকাল রবিবার আসা আচমকা কালবৈশাখীতে বিধ্বস্ত হয়েছে জলপাইগুড়ি। ইতিমধ্যে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। আহত শতাধিক। আহতদের জলপাইগুড়ি…

মিনি ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে জলপাইগুড়ির একাংশ। গতকাল রবিবার আসা আচমকা কালবৈশাখীতে বিধ্বস্ত হয়েছে জলপাইগুড়ি। ইতিমধ্যে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। আহত শতাধিক। আহতদের জলপাইগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এবার এই আহতদের দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হল বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-কে.

ইতিমধ্যে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শুভেন্দু যেতেই তাঁকে ঘিরে এক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজনীতি করতে এসেছেন শুভেন্দু।

এদিকে এই বিক্ষোভ প্রসঙ্গে শুভেন্দুকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন কুণাল ঘোষ। তিনি আজ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘জলপাইগুড়ির মানুষ দেখিয়ে দিয়েছে শকুনের রাজনীতির ফলাফল কি হয় যারা মানুষের জীবন বিপদের মুখে ঠেলে দেয় রাজনীতির জন্য, তাদের ধিক্কার জানাই! ছিঃ!’ 

ঝড়ের তাণ্ডবে তছনচ জলপাইগুড়িতে গিয়ে আজ সোমবার সকালে বিস্ফোরক দাবি করেন শুভেন্দু। বাগডোগরা এয়ারপোর্টে গিয়ে তিনি অভিযোগ করেন জলপাইগুড়ি হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ। শুভেন্দু আরও বলেন, ‘গোটা উত্তরবঙ্গে একজন নিউরো সার্জেন নেই। যাদের টাকা আছে তারা বেসরকারি হাসপাতালে যায়। যাদের নেই তাদের মারা যেতে হয়।’